ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেমিনারে বক্তারা

জঙ্গীবাদ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে

প্রকাশিত: ০৫:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৬

 জঙ্গীবাদ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে

কূটনৈতিক রিপোর্টার ॥ জঙ্গীবাদ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়া দেশের উন্নয়নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন বিঘিœত হতে পারে। কেননা উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রবিবার রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর গবর্নেন্স স্টাডি (সিজিএস) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সিজিএস চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেমিনারে বক্তব্য রাখেনÑ সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব) নুরুদ্দিন খান, সাবেক পররাষ্ট্র সচিব ড. ওয়ালিউর রহমান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন, সিজিএসের নির্বাহী প্রধান জিল্লুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও ব্যাংকার মামুন রশীদ। সেমিনারে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে বেশ কয়েকটি জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। এ জঙ্গীবাদ যুদ্ধ দিয়ে নয়, শান্তিপূর্ণভাবে এর মোকাবেলা করতে চাই। জঙ্গীবাদ একটি বৈশ্বিক সমস্যা। সেটাও আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশে যেসব জঙ্গী হামলা ঘটেছে, তার মোটিভ এখনও পরিষ্কার নয়। জঙ্গীরা হলি আর্টিজান রেস্তরাঁয় বিদেশী নাগরিকদের ওপর হামলা করেছে। আবার একই সঙ্গে শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করেছে। তাদের প্রকৃত উদ্দেশ্য কী, তা এ দুই ঘটনা থেকে সহজে বোঝার উপায় নেই। তবে যাই হোক না কেন, এটা বাংলাদেশের বিরুদ্ধে একটি চক্রান্ত। এ চক্রান্ত আমাদের যেভাবেই হোক রুখতে হবে। অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, বিশ্বে নিরাপত্তাই এখন প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশ্বের বড় ১০টি শহরের প্রধান সমস্যা বিবেচিত হয়েছে নিরাপত্তা। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তারা। কেননা নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সে কারণে বাংলাদেশেও বর্তমানে নিরাপত্তা ইস্যুতে জোর দিতে হবে। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন বলেন, জঙ্গীবাদ সমস্যা দ্রুত সমধান করা সম্ভব নয়। এ সমস্যা মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। কিভাবে এ জঙ্গীবাদ আমরা মোকাবেলা করতে পারি, তা এখন থেকেই উদ্যোগ নিতে হবে বলে তিনি জানান। সেমিনারের মূল প্রবন্ধে মামুন রশীদ বলেন, নিরাপত্তা ও উন্নয়ন কোন পৃথক বিষয় নয়। এটি একে অপরের সঙ্গে জড়িত। দেশের প্রকৃত উন্নয়ন করতে হলে আমাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, জঙ্গীদের ধরন বদলেছে। এখন উচ্চশিক্ষিতরাও জঙ্গীবাদে জড়িয়ে পড়ছে। তারা আবার প্রযুক্তি ব্যবহার করছে। সে কারণে এখন জঙ্গীবাদ প্রতিরোধে নতুন করে চিন্তা করতে হবে। সেমিনারে বক্তব্য রাখেনÑ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন প্রমুখ।
×