ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপনগরে নিহত জঙ্গী মুরাদের প্রকৃত নাম জাহিদ

প্রকাশিত: ০৪:৫৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

রূপনগরে নিহত জঙ্গী মুরাদের প্রকৃত নাম জাহিদ

শংকর কুমার দে ॥ গুলশান হামলাকারী জঙ্গীদের বসুন্ধরার বাসা, কল্যাণপুরের জঙ্গী আস্তানার বাসা, নারায়ণগঞ্জের পাইকপাড়ার জঙ্গী আস্তানার বাসা ভাড়া করে দিয়েছিল মিরপুরের রূপনগরে নিহত জঙ্গী ‘মেজর’ জাহিদুল ইসলাম। জঙ্গীদের বাসা ভাড়া ও প্রশিক্ষণ দেয়ার জন্য কানাডা যাওয়ার কথা বলে সেনাবাহিনীর মেজর পদের চাকরি ছেড়ে দিয়ে নব্য জেএমবি জঙ্গী গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন নিহত মেজর জাহিদ, যার নব্য জেএমবিতে তার সাংগঠনিক নামের পরিচিতি ছিল মেজর মুরাদ ওরফে মেজর জাহাঙ্গীর। গোয়েন্দা সূত্র জানায়, জঙ্গী মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর যিনি পরিচয় দিয়ে বেড়াতেন তিনি আসলে সেনা বাহিনী থেকে স্বেচ্ছায় বিদায় নেয়া মেজর জাহিদুল ইসলাম ছিলেন। জাহিদের পরিবার থেকে বলা হয়েছে, মেজর জাহিদ সেনা বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে কানাডায় চলে গেছেন। কানাডায় অনেক বেশি বেতনের চাকরি করার সুযোগ পেয়েছেন তিনি। মেজর জাহিদ সপরিবারে কানাডায় বসবাস করছেন এমনটাই জানতেন কুমিল্লার এলাকাবাসী। মিরপুরের জঙ্গী মুরাদ ওরফে জাহাঙ্গীর নিহত হওয়ার পর ছবি প্রকাশের পর জানাজানি হয় যে, এই জঙ্গী মুরাদ ওরফে জাহাঙ্গীর আসলে মেজর জাহিদুল ইসলাম। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেছেন, নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-পরিচয় পাওয়া গেছে। নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মোঃ নুরুল ইসলাম, মাতা জেবুন্নাহার ইসলাম। বাড়ি কুমিল্লা সদর থানার পাঁচথুবী গ্রামে। জন্মতারিখ ১৬-০৯-১৯৭৯। মেজর (অব.) মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৪৩ লং কোর্সে প্রশিক্ষণ শেষে ২০০০ সালের নবেম্বরে সেনাবাহিনীতে কমিশন পান। পদাতিক বাহিনীর এই কর্মকর্তা গত বছরের মাঝামাঝি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার বিষয়ে কুমিল্লার গ্রামের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজখবর নিচ্ছেন গোয়েন্দারা। পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নিহত কথিত মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর নামের ব্যক্তি সেনাবাহিনীর একজন সাবেক সৈনিক এবং জেএমবির সামরিক শাখার গুরুত্বপূর্ণ একজন নেতা। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলায় অংশগ্রহণকারীদের এই ব্যক্তি প্রশিক্ষণ দিয়েছেন বলে পুলিশ সন্দেহ করে। তিনি জানান, গাইবান্ধার চরে এই প্রশিক্ষণ দেয়া হয়েছিল। গোয়েন্দা সূত্রমতে, নারায়ণগঞ্জে নিহত তামিম আহমেদ চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন কথিত মেজর মুরাদ। তামিম নিহত হওয়ার পর নব্য জেএমবিতে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কথিত এই মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর। মীর শাহ আলম কুমিল্লা থেকে জানান, ঢাকার মিরপুর থানার রূপনগর এলাকায় আইনপ্রয়োগকারী সংস্থার সাঁড়াশি অভিযানে নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর নামে নিহত জঙ্গীর প্রকৃত নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। তার বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম চানপুরে। তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম ও মা জেবুন্নাহার ইসলাম শুক্রবার থেকে ঢাকায় চিকিৎসার নাম করে বাড়ি ছেড়ে গা-ঢাকা দিয়েছে। এলাকায় এ জঙ্গী মেজর জাহিদ হিসেবে পরিচিত। গণমাধ্যমে তার পরিচয় প্রকাশের পর রবিবার সকাল থেকে চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের পাশের এই বাড়িটি ঘিরে আইনপ্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সদস্যসহ উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর রূপনগরে নিহত নব্য জেএমবির সামরিক কমান্ডার জাহিদুলের বয়স আনুমানিক ৫০। সে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর ওরফে মুরাদ ওরফে ওমর নামে পরিচয় দিয়ে আসছিল। ভুল তথ্য দিয়ে এই নামে সে জাতীয় পরিচয়পত্রও করে। এমনকি রূপনগর ও নারায়ণগঞ্জে ভাড়াটিয়া হিসেবে বাড়ির মালিকদের দেয়া তথ্য ফরমে নিজেকে জাহাঙ্গীর ও মুরাদ নামে পরিচয় দেয়। ভুয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৩৭ বছর। গণমাধ্যমে তার প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর রবিবার সকাল থেকে চানপুর এলাকায় চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের পাশে ড্রিমস্ নামে তার পিতা ইন্সপেক্টর অব পুলিশ, অবসরপ্রাপ্ত আরআই এর মালিকানাধীন ৩ তলা ভবনটিকে ঘিরে আইনপ্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সদস্য, মিডিয়ার লোকজন ও স্থানীয় উৎসুক মানুষের ভিড় বেড়ে যায়। বাড়িতে গিয়ে দেখা যায়, নিচতলায় এবং ৩ তলায় দুটি ভাড়াটিয়া পরিবার বসবাস করছে। দোতলায় অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। বাড়ির লাগোয়া দোকানি স্বপন দাস জানান, বাড়ির মালিক নুরুল ইসলামের পৈত্রিক বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। চট্টগ্রামে পুলিশে চাকরিরত অবস্থায় প্রায় ৩০ বছর আগে তিনি জনৈক সেলিম মিয়ার বোন থেকে জায়গা কিনে ২ ইউনিটের ৩তলা এ বাড়িটি নির্মাণ করেন। তার ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে নিহত জঙ্গী জাহিদুল ইসলাম সবার বড়। এলাকায় সে মেজর জাহিদ হিসেবে পরিচিত। জাহিদ বিবাহিত ও ২ কন্যাসন্তানের জনক। জাহিদের অপর ভাই জহির ঢাকায় রবি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করে। বোন সানিয়া বিবাহিতা, সেও ঢাকায় থাকে। শুধু নুরুল ইসলাম স্ত্রীর সঙ্গে বাড়িতে থাকতেন। গত শুক্রবার অসুস্থতার কারণে ডাক্তার দেখানোর নাম করে তারা দু’জন ঘরে তালা লাগিয়ে ঢাকায় চলে গেছেন। নিচতলার ভাড়াটিয়া আইনজীবী সহকারী জয়নাল আবেদীনের কলেজপড়ুয়া ছেলে আরমান জানান, তারা প্রায় ৩ বছর ধরে এ বাড়িতে থাকে। মেজর জাহিদ গত ৫-৬ মাস আগে বাড়িতে এসেছিল। স্থানীয় সূত্র জানায়, জাহিদ জঙ্গী কাজে জড়িত কিনা তা এলাকাবাসী জানে না। রবিবার সকালে সংবাদ মাধ্যমে তারা জাহিদ সম্পর্কে জেনেছেন। গত রোজার সময় স্থানীয় মসজিদে জাহিদের বাবা বলেছিলেন, জাহিদ মেজরের চাকরি ছেড়ে কানাডা চলে গেছে। এলাকাবাসী পত্রিকায় প্রকাশিত মেজর মুরাদের ছবি দেখে জাহিদ বলে তাকে শনাক্ত করেছে। স্থানীয় সূত্রমতে, জাহিদের ২ মামা নগরীর ছোটরা এলাকার বাসিন্দা, বর্তমানে তারা কুমিল্লা সিটি কর্পোরেশনে চাকরি করছেন। ভাড়াটিয়া আবদুল বারেক, জয়নাল আবেদীন, তন্বী আক্তার জানান, তারা জাহিদকে এক দুইবার দেখেছেন। তবে এ বাড়িতে তার মা-বাবা থাকেন। এলাকার ইউপি সদস্য ইউনুস মিয়া সাংবাদিকদের জানান, জাহিদকে চিনি না। তার বাবার সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। জঙ্গী কার্যক্রমে সে জড়িত ছিল আগে শুনিনি। ঘটনাস্থলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই শাহীন জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জাহিদের পরিবারের খোঁজে এসেছি। বাসায় ভাড়াটিয়া ছাড়া কেউ নেই। ছবি দেখে স্থানীয়রা জাহিদ বলে শনাক্ত করেছে। কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, প্রতিবেশী ও স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জাহিদ অবসরপ্রাপ্ত সেনা মেজর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বাবা-মাকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তাদের কুমিল্লার বাড়িসহ বিভিন্ন স্থানে জাহিদ ও তার পরিবার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য খোঁজ-খবর নিচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম দৈনিক জনকণ্ঠকে জানান, মুরাদ বা জাহাঙ্গীর নামে সেনাবাহিনীর কোন মেজর নেই, তবে মেজর জাহিদুল ইসলাম নামের কোন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিল কিনা, সে সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। জাহিদের শ্বশুর শাশুড়ি আটক ॥ রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গী’ মোহাম্মদ জাহিদুল ইসলামের শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে রাজধানীর শ্যামলী এলাকার বাসা থেকে সাবেক সেনাসদস্য জাহিদুলের শ্বশুর মমিনুল হক ও শাশুড়িকে আটক করা হয়েছে। পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আহমেদ জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
×