ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডে জাহানারাদের প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৪:২৭, ৫ সেপ্টেম্বর ২০১৬

আয়ারল্যান্ডে জাহানারাদের  প্রথম টি২০  আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড সফরে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক আইরিশ মেয়েদের বিপক্ষে প্রথম টি২০ দিয়ে শুরু জাহানারা আলমদের মাঠের লড়াই। দুই ম্যাচ টি২০’র শেষটি মঙ্গলবার। এরপর ৮ ও ১০ সেপ্টেম্বর দুটি ওয়ানডে। সব কটি ম্যাচই হবে নর্দান আয়ারল্যান্ডের ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে। আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে টাইগ্রেস অধিনায়ক জাহানারা জানিয়েছিলেন, প্রতি ম্যাচেই জিততে চান তারা। সেটি কতটা অনুদিত হয় আজই তার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। জাহানারা বলেছিলেন, ‘প্রতমত আমাদের টার্গেট ম্যাচ জেতা। ২০১২ সালে আয়ারল্যান্ড সফর করেছিলাম, এ চার বছরে অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন আরও অভিজ্ঞ হয়েছি। এবার চার ম্যাচই জিততে চাই।’ কাঁধের ইনজুরির কারণে সফরে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। সাবেক অধিনায়কের পরিবর্তে জায়গা পেয়েছেন বিকেএসপির প্রতিভাবান অলরাউন্ডার জান্নাতুল ফেরদৌস সুমনা। কার্যকর অফস্পিনের পাশাপাশি মিডল অর্ডারে তিনি ভাল ব্যাটিংও করে থাকেন। বোলিংয়ে বাংলাদেশের প্রধান অস্ত্র স্পিন হলেও আয়ারল্যান্ডের সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে টাইগার মেয়েরা তিন পেসার নিয়ে নামতে পারে। সেক্ষেত্রে জাহানারা-পান্না ঘোষের সঙ্গী হবেন সুরাইয়া আজমিন। অতীত সাফল্য মেয়েদের উজ্জীবিত করবে। ওয়ানডে-টি২০ দুই ধরনের ক্রিকেটেই রয়েছে সাফল্যের স্মৃতি। ওয়ানডে ও টি২০ স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ প্রথমবার প্রতিপক্ষ হিসেবে এই আয়ারল্যান্ডকে পেয়েছিল। দুই ফরমেটেই আইরিশদের বিপক্ষে প্রথম দেখাতেই জয় টাইগ্রেসদের। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর দিন ২০১১ সালের ২৬ নবেম্বরে বিকেএসপিতে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফ ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে হারায় স্বাগতিকরা। এরপর ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে গিয়ে নিজেদের টি২০ অভিষেকে জয়। ওই সফরে ওয়ানডে জয়েরও রেকর্ড আছে নারী ক্রিকেট দলের। আইসিসি র‌্যাঙ্কিংয়েও এগিয়ে টাইগ্রেসরা। তাই তো আয়ারল্যান্ড সফরে ভাল করার সাহস পাচ্ছেন টি২০ অধিনায়ক জাহানারা। প্রমীলা অধিনায়ক বলেন, ‘আয়ারল্যান্ড টিম স্পিনে দুর্বল। ওদের কন্ডিশনেও আমরা স্পিনে ওদের ঘায়েল করতে পারব। তার পাশাপাশি পেস এ্যাটাক যদি ভাল হয় কিংবা পেস থেকে যদি ভাল কিছু আসে তাহলে দুই ডিপার্টমেন্ট থেকেই আমরা ওদের চেয়ে এগিয়ে থাকব। চেষ্টা করব একটা দারুণ শুরুর জন্য। পরের বোলাররা এসে যেন চাপহীন থেকে ভাল বোলিং করতে পারে।’ এবারের সফরে নারী দলের সঙ্গে রয়েছেন এইচপির ট্রেনার কোরে বকিং, নির্বাচক-ম্যানেজার আতাহার আলী খান ও হেড কোচ সারোয়ার ইমরান।
×