ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, আজ শেষ হচ্ছে বাংলাদেশ পর্ব, শেষ ম্যাচেও জয়ের আশা ছোটনের শিষ্যদের, দ্বিতীয় হওয়ার লড়াই ইরান-চাইনিজ তাইপের

চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ আজ আমিরাত

প্রকাশিত: ০৪:২৭, ৫ সেপ্টেম্বর ২০১৬

চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ আজ আমিরাত

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে চলেছে বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা ফুটবল দল। দুই শক্তিশালী দল ইরান ও চাইনিজ তাইপেকে পেছনে ফেলে এক ম্যাচ হাতে রেখেই ‘এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে (গ্রুপ ‘সি’) গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। শুধু তাই নয়, প্রথমবারের মতো টুর্নামেন্টের চূড়ান্ত পর্বেও খেলার ছাড়পত্র পেয়েছে কৃষ্ণা রানীর দল। তাক লাগানো সাফল্যগাথা বাছাইপর্বেও শেষ দিনেও ধরে রাখতে চায় কোচ গোলাম রাব্বানি ছোটনের দল। আজ বাছাইপর্বে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। শক্তিশালী দুই প্রতিপক্ষকে হারানোর পর আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ই আশা করছে বাংলার বাঘিনীরা। শতভাগ জয় দিয়েই বাছাইপর্ব শেষ করতে মুখিয়ে আছে সানজিদা, মারজিয়া, মারিয়া, মৌসুমীরা। এই ম্যাচ জিতলে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচেই জয়ের স্বাদ পাবে স্বাগতিক দেশের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের কাছে হেরে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গেছে ইরান ও চাইনিজ তাইপের। তবে দুটি দলেরই সান্ত¡নার ‘দ্বিতীয়’ হওয়ার সুযোগ আছে। এ লক্ষ্যে দল দুটি আজ একে অপরের বিপক্ষে লড়বে। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। বাছাইপর্বের শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে গ্রুপের তলানির দুই দল কিরগিজস্তান-সিঙ্গাপুর। বর্তমানে ‘সি’ গ্রুপে চারটি করে ম্যাচ শেষে প্রতিটিতেই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরাই। তাদের ভা-ারে জমা পূর্ণ ১২ পয়েন্ট। ৯ পয়েন্ট করে নিয়ে গোল গড়ে দুই ও তিনে আছে ইরান ও তাইপে। এ দু’দলের যারাই জিতবে তারা গ্রুপ রানার্সআপ হবে। বাছাইপর্বে আরব আমিরাত তেমন চমক দেখাতে পারেনি। দলটি সিঙ্গাপুরের সঙ্গে ২-২ গোলে ড্র করে মিশন শুরু করলেও পরের দুই ম্যাচে যথাক্রমে তাইনিজ তাইপের কাছে ৫-০, ইরানের কাছে একই ব্যবধানে হার মানে। সবশেষ ম্যাচে অবশ্য কিরগিজস্তানকে ৩-২ গোলে হারায়। এ পরিসংখ্যানই জানান দিচ্ছে, বাংলাদেশের কাছে উড়ে যাওয়ার কথা আরব আমিরাতের। ছোটনের শিষ্যদের যে পারফর্মেন্স তাতে ডজনখানেক গোল পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। টানা চার জিতে মূলপর্বে ওঠার উচ্ছ্বাস এখনও বাংলাদেশ শিবিরে। চারিদিক থেকে আসছে প্রশংসার স্রোত। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মেয়েদের প্রশংসায় পঞ্চমুখ। রবিবার জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছেলেমেয়েদের পারফর্মেন্স নিয়ে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। চাইনিজ তাইপেকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক কৃষ্ণা রানীও একই ভঙ্গিতে কথা বলেন। কৃষ্ণা বলেন, মালেতে ছেলেরা খারাপ খেলেছে। ছেলেরা এত সুবিধা পায়, তারপরও পাঁচ গোল খাচ্ছে (হেসে বলেন)। আমরা জিতে অকল্পনীয় পর্যায়ে গেছি। আসলে কল্পনাই করতে পারছি না, কোথায় গেছি। ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু। এরপর সিঙ্গাপুরকে ৫-০ ও কিরগিজস্তানকে ১০-০ গোলে হারানোর পর, তাইপের বিপক্ষে দাপুটে জয়ে মূল পর্বে ওঠার তৃপ্তি কোচ গোলাম রব্বানী ছোটনের কণ্ঠেও। তিনি বলেন, গতবার আমরা তাইপে ও ইরানের পরে ছিলাম। এখন আমরা সেরা। মেয়েদের ধন্যবাদ। এ সাফল্যে কৃষ্ণার অবদান বেশি। চাইনিজ তাইপের বিপক্ষে জয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের সাবেক সভাপতি প্রয়াত সিরাজুল ইসলাম বাচ্চুকে উৎসর্গ করেন ছোটন।
×