ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়ে শেষ ষোলোয় সেরেনা

প্রকাশিত: ০৪:২৬, ৫ সেপ্টেম্বর ২০১৬

রেকর্ড গড়ে শেষ ষোলোয় সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক রেকর্ড গড়ার সুযোগ এবার সেরেনা উইলিয়ামসের। ইউএস ওপেন জিততে পারলে ইতিহাসে সর্বাধিক ২৩ গ্র্যান্ডসøাম হাতে উঠবে তার। পেরিয়ে যাবেন ২২ গ্র্যান্ডসøাম জেতার রেকর্ডধারী জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফকে। এছাড়া ১৮৬ সপ্তাহ টানা ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড গড়বেন তিনি। এক্ষেত্রেও ছাড়িয়ে যাবেন স্টেফিকে। সে কারণেই যেন উজ্জীবিত সেরেনা দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন। সুইডেনের জোহানা লারসেনকে ৬-২, ৬-১ সেটে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় উঠেছেন তিনি। এর মাধ্যমে গ্র্যান্ডসøাম আসরে সর্বাধিক ৩০৭ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছেন বিশ্বের এক নম্বর সেরেনা। জিতেছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামসও। এছাড়া চতুর্থ পর্বে (শেষ ষোলোয়) পা রেখেছেন ১১ নম্বর বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো, ৫ নম্বর বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ, ৪ নম্বর বাছাই পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ১০ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা ও কাজাখস্তানের অবাছাই ইয়ারোসøাভা শিভেডোভা। গতবার ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন ইতালির অবাছাই রবার্টা ভিঞ্চির কাছে হেরে। সর্বশেষ ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন, গতবারও ব্যর্থ হওয়ার পর কিছুটা খারাপ সময় গেছে ফর্মের তুঙ্গে থাকা অপ্রতিরোধ্য সেরেনার। টানা তিন গ্র্যান্ডসøাম জিততে না পেরে কোনভাবেই স্টেফির রেকর্ড ২২ গ্র্যান্ডসøাম জেতা হচ্ছিল না। অবশেষে এ বছর মর্যাদার উইম্বলডন জিতে সেই রেকর্ড ছুঁয়েছেন। এবার ২৩ গ্র্যান্ডসøাম জিতে নতুন রেকর্ড গড়ার সুযোগ। ক্যারিয়ারের সপ্তম ইউএস ওপেন জিতলে স্টেফির টানা ১৮৬ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ডও পেরিয়ে যাবেন এবং হেলেন উইলস মুডির ৭ ইউএস ওপেন জয়ের রেকর্ড ছুঁবেন। তবে ৮টি জিতেছেন সাবেক মার্কিন তারকা মোল্লা ম্যালোরি। আর সার্বিকভাবে (উন্মুক্ত যুগ ও এর আগের সময় মিলিয়ে) অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট ২৪ গ্র্যান্ডসøাম জিতে সবার ওপরে। তার আরও নিকটবর্তী হতে এবার ইউএস ওপেন জিততে উদগ্রীব সেরেনা। মার্কিন এ কৃষ্ণতারকা বেশ দুরন্ত গতিতেই এগিয়ে যাচ্ছেন। এবার তিনি গ্র্যান্ডসøামের ৩০৭ নম্বর জয় তুলে নিয়েছেন। মার্টিনা নাভ্রাতিলোভা ৩০৬ জয় নিয়ে এতদিন ছিলেন রেকর্ডের মালিক। তাকে ছাড়িয়ে গেছেন সেরেনা তৃতীয় রাউন্ডে সুইডিশ তারকা জোহানাকে ৬-২, ৬-১ সেটে বিধ্বস্ত করে। মহিলা টেনিসে রেকর্ডই শুধু নয়, পুরুষ টেনিসের গ্র্যান্ডসøামে রজার ফেদেরারের সর্বাধিক ৩০৭ ম্যাচ জয়ের রেকর্ডটাকেও ছুঁয়েছেন সেরেনা। এমন রেকর্ডের পর উচ্ছ্বসিত সেরেনা বলেন, ‘এটা খুবই বিরল একটা বিষয় একইসঙ্গে পুরুষ এবং মহিলা টেনিসের রেকর্ড গড়া। আমি খুবই উত্তেজিত ও ভাল বোধ করছি এটা নিয়ে। আমি অবশ্যই এই সংখ্যাটাকে আরও উঁচুতে নিয়ে যেতে চাই।’ সেরেনা পরের ম্যাচেই সম্ভবত সুযোগটা পাবেন। কারণ শেষ ষোলোতে তার প্রতিপক্ষ অবাছাই তারকা কাজাখস্তানের শিভেডোভা। এ তরুণী তৃতীয় পর্বে ৬-২, ৭-৫ সেটে হারিয়ে দেন চীনের ঝ্যাং শুয়াইকে। ২০০০ ও ২০০১ সালে ইউএস ওপেন জেতা সাবেক বিশ্বসেরা ভেনাসও দুর্দান্ত জয় পেয়েছেন। চলতি আসরের ৬ নম্বর ভেনাস ৬-১, ৬-২ সেটে বিধ্বস্ত করেন ২৬ নম্বর বাছাই জার্মানির লরা সিগমুন্ডকে। রোমান তারকা হ্যালেপ ৬-১, ২-৬ ও ৬-৪ সেটে হাঙ্গেরির টিমিয়া বাবোসকে, ৪ নম্বর পোলিশ তারকা রাদওয়ানস্কা ৬-২, ৬-৩ সেটে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে, পিসকোভা ৬-২, ৬-৪ সেটে ১৭ নম্বর রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ও ক্রোয়েশিয়ার অবাছাই আনা কনজুহ ৬-৩, ৩-৬ ও ৬-২ সেটে যুক্তরাষ্ট্রের ভারভারা লেপচেঙ্কোকে হারিয়ে চতুর্থ পর্বে উঠে গেছেন।
×