ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৪:২১, ৫ সেপ্টেম্বর ২০১৬

ঈদযাত্রা স্বস্তিদায়ক  করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে ॥  ও. কাদের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারকার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। কারণ ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের এক হাজার রোবার স্কাউট পশুর হাট এবং যেখানে যেখানে যানজট হয় সেসব জায়গায় নিয়োজিত থাকবে। তাদের ইতোমধ্যে নিয়োগ দেয়া হয়েছে। তারা তিন শিফ্টে কাজ করবে চার দিন। মন্ত্রী সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। রবিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তায় বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের কর্মকা- পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন ঈদে ঘরমুখো মানুষদের জন্য এবার ৮০টি বিআরটিসির নতুন বাস রিজার্ভ রাখা হয়েছে। যাতে যাত্রীরা নির্বিঘেœ বাড়ি পৌঁছতে পারে।
×