ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনতার মুখোমুখি মেয়র সাঈদ খোকন

মালিবাগ শান্তিবাগের গ্যাস, স্যুয়ারেজ লাইন সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ

প্রকাশিত: ০৪:২১, ৫ সেপ্টেম্বর ২০১৬

মালিবাগ শান্তিবাগের গ্যাস, স্যুয়ারেজ লাইন সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালিবাগ মোড়, মালিবাগ বাজার রোড, শান্তিবাগ ও বকশিবাগ এলাকার প্রায় এক কিলোমিটার স্যুয়ারেজ লাইন ও গ্যাস লাইনের সমস্যা আগামী এক মাসের মধ্যেই সমাধানের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পাশাপাশি নাগরিকদের চলাচলের সুবিধার্থে আগামী ২০ সেপ্টেম্বর মালিবাগ মোড় থেকে শান্তিবাগ পর্যন্ত রাস্তায় গড়ে উঠা অস্থায়ী কাঁচা বাজার তুলে দেয়ার নির্দেশ দেন মেয়র। রবিবার দুপুরে রাজধানীর মালিবাগ শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘জনতার মুখোমুখি, জনগণের প্রতিনিধি’ সভায় স্থানীয়দের নানা অভিযোগের ভিত্তিতে মেয়র এসব নির্দেশ দেন। ডিএসসিসির ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ অনুষ্ঠানের আয়োজন করেন। অপরদিকে এসব এলাকার স্যুয়ারেজ লাইন সমস্যার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে ওয়াসার বিল না দেয়ার ঘোষণা দিয়েছে এলাকাবাসী। স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা আর অভিযোগ শুনতে ও তা সমাধানের লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে ডিএসসিসি কর্তৃক এ সভার আয়োজন করা হয়। সভায় ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর বখতিয়ার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, হামিদুল হক, মোস্তবা জামান পপি, ওয়াহিদুল হাসান মিল্টন, হাজী সুলতান মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খোকন বলেন, যেখানেই যাই সবখানেই নাগরিকদের মূল সমস্যা দেখি ওয়াসা সংক্রান্ত। সব সমস্যাই যেন ওয়াসার কারণে সৃষ্টি। তাই ওয়াসা কর্তৃপক্ষতে এসব সমস্যার প্রতি গুরুত্ব দিতে হবে। এজন্য তিনি সভায় উপস্থিত ওয়াসার প্রতিনিধিকে অতি দ্রুত নাগরিকদের উত্থাপিত সকল সমস্যা সমাধানের নির্দেশ দেন। এ সময় তিনি আসন্ন কোরবানির ঈদে সিটি কর্পোরেশন নির্ধারিত ৫৮৩টি স্থানে পশু জবাই করতেও নগরবাসীর প্রতি অনুরোধ জানান। সভায় স্থানীয় নাগরিকগণ অভিযোগ করেন শান্তিবাগ ও মালিবাগ মারুফ মার্কেটের পেছনের ওয়াসার পাম্প বন্ধ থাকে এবং টাকার বিনিময়ে পাম্প থেকে পানি সরবরাহ করা হয়। নাগরিকগণ বলেন, ডিএসসিসির ১২ নং ওয়ার্ডের মালিবাগ মোড়, মালিবাগ বাজার রোড, শান্তিবাগ ও বকশিবাগ এলাকার রাস্তায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। স্থানীয় বাসিন্দাদের সকল অভিযোগ শেষে তিনি ওয়াসাকে ১ মাসের সময় বেঁধে দিয়ে কাজ করার আদেশ দেন। এ সময় সভায় উপস্থিত ওয়াসার এক প্রকৌশলী ওই সকল সমস্যা সমাধানের বিষয়ে তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করামাত্রই স্থানীয় বাসিন্দারা উচ্চৈঃস্বরে আওয়াজ তুলেন এবং তার বক্তব্যের প্রতিবাদ করেন। এ সময় প্রকৌশলীকে মেয়র নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আজ সোমবারের মধ্যেই সমস্যা সমাধানে কঠোর নির্দেশ দেন। ‘আমাদের মালিবাগ’ নামের একটি সংগঠন থেকে সভায় অভিযোগ করা হয়, গত ২০ বছরে ওই এলাকার স্যুয়ারেজ সমস্যার সমাধান হয়নি। অধিকাংশ স্যুয়ারেজ লাইন অকেজো, তবুও প্রতি মাসে বিল নেয়া হয় ওয়াসার পক্ষ থেকে। সভায় এসব সমস্যা ছাড়াও বর্জ্য, রাস্তার মাঝে বাজার, অটোরিক্সা, কুকুর, মশার যন্ত্রণা ও অপ্রশস্ত রাস্তা বড় করার দাবি তুলে ধরেন স্থানীয়রা। এ ছাড়া পার্ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগারসহ বছরে দুইবার বিনোদনের ব্যবস্থা করার দাবি জানান স্থানীয়রা। স্থানীয়দের নানা সমস্যার কথা জানানোর মাঝে, তা সমাধান করার প্রতিশ্রুতি দেন মেয়র। স্থানীয় বাসিন্দা মোঃ সোহেলের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, মশা নিধনে আজ থেকেই টানা সাত দিন স্প্রে মেশিন ১২ নম্বর ওয়ার্ডে ব্যবহার করা হবে। মোঃ শফিকুল ইসলাম নামের আর এক বাসিন্দার প্রশ্নের জবাবে মেয়র বলেন, কোরবানির আগেই অত্র ওয়ার্ডের গ্যাস সমস্যার সমাধান করতে হবে। এই বিষয় নিশ্চিত করার জন্য তিতাস গ্যাসের প্রতিনিধিকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে স্থানীয়দের হাঁটার সুবিধার্থে আগামী ২০ সেপ্টেম্বর মালিবাগ মোড় থেকে শান্তিবাগ পর্যন্ত রাস্তায় অস্থায়ী কাঁচা বাজার তুলে দেয়ার নির্দেশ দেন মেয়র।
×