ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

ট্রেনের স্টপেজ দাবিতে অবরোধ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ সেপ্টেম্বর ॥ আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। রবিবার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতা মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালন করেছে। দ্বিতীয় দিনের এই কর্মসূচী চলার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছলে জনতা রেললাইন অবরোধ করায় চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ১০ মিনিট পর্যন্ত অপেক্ষার পর ট্রেনটি আবার ছেড়ে যায়। হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচী স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রবিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচীতে জেলার ৭০ সাংবাদিক অংশ নেয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল ইসলাম, আনোয়ার হোসেন, ডাবলু কুমার ঘোষ, শহিদুল হুদা অলক, ইমতিয়ার ফেরদৌস, আহসান হাবীব, আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার, নূর মোহাম্মদ, অলিউল হক, কায়সার আহমেদ প্রমুখ। ‘রাস্তার পাশে পশুর হাট বসানো যাবে না’ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। গরু ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, যাতে অপরিচিত কারও কাছ থেকে কোন খাবার গ্রহণ না করেন। জালনোট, অজ্ঞান পার্টি এবং মলম পার্টির বিষয়ে সতর্ক থাকার জন্য প্রচার অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশন ৩১টি ওয়ার্ডের নির্দিষ্ট ১৬০টি স্থানে পশু কোরবানি নিশ্চিত করবে। পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার মনিটরিং করা হবে। সভায় খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, সিভিল সার্জন, ডেপুটি পুলিশ কমিশনার, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কেসিসি’র প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি, খুলনা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
×