ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাপ কখনও চাপা থাকে না ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৬, ৫ সেপ্টেম্বর ২০১৬

পাপ কখনও চাপা থাকে না ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, পাপ কোনদিন চাপা থাকে না। ১৯৭১ সালে ধর্ষণ, মানুষ হত্যা করে যে পাপ করেছে সেজন্য মীর কাশেম আলীদের ফাঁসি হচ্ছে। মন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক তেমনি জঙ্গিদেরও বিচার হবে। জঙ্গিদের কোন ছাড় নেই। যুদ্ধাপরাধীরা যে অপরাধ করেছিল জঙ্গীরাও সেই অপরাধ করছে। ধর্মের নামে নিরীহ মানুষকে হত্যা করছে। এতে জঙ্গীরা বেহেশতে নয়, দোজখে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গীদের নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রশ্ন তোলার বিষয়ে মন্ত্রী শাজাহান খান বলেন, জঙ্গীবাদ নির্মূল করার প্রশ্নে কোন সহানুভূতির জায়গা নেই। জঙ্গীবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদ মোকাবেলার ক্ষেত্রে দরদ দেখিয়ে কোন লাভ নেই। ঈদকে সামনে রেখে রবিবার সকাল ১০টার দিকে মন্ত্রী বরিশাল নৌবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আরও বলেন, কয়েক লাখ মানুষ ঈদে নৌপথে লঞ্চে ও ফেরিতে যাতায়াত করে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে ইতোমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, মন্ত্রণালয়, লঞ্চ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে।
×