ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করতে হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৪:১৫, ৫ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করতে হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেন, পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করার জন্য শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষায় মনোযোগী হয়ে ভাল-মন্দের মধ্যে পার্থক্য বোঝার জ্ঞানার্জন করতে হবে। মনে রাখতে হবে, সমাজের বোঝা না হয়ে শিক্ষার্থীদের সম্পদে পরিণত হতে হবে। এ লক্ষ্যে আলো ধারণ করে ধারণকৃত আলো ছড়িয়ে দিয়ে দেশ ও জাতিকে আলোকিত করতে হবে। কারণ সুশিক্ষা অর্জন করা ছাড়া দেশ এবং জাতির কোন কল্যাণই করা সম্ভব নয়। রবিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শাহ আলম বীরউত্তম মিলনায়তনে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী ও মেধাবী ছাত্রী সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ রফিকুল আনোয়ার, ড. পিযুষ দত্ত, মাহবুবুল আলম, মিসেস শিরিন আখতার। লিলি বড়ুয়া। চসিকের স্বাস্থ্যসেবা নিয়ে সংবাদ সম্মেলন ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবার অংশ হিসেবে ৬০ লাখ জনগণের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। চসিকের বিগত এক বছরের স্বাস্থ্যসেবাসংক্রান্ত বিষয়ে অবহিত করার লক্ষ্যে রবিবার বিকেলে নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে কর্পোরেশনের যাবতীয় স্বাস্থ্যসেবাসংক্রান্ত বিষয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী।
×