ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ঠিকাদার হত্যা

পাঁচ জনের ফাঁসি

প্রকাশিত: ০৪:১৫, ৫ সেপ্টেম্বর ২০১৬

পাঁচ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ এক ঠিকাদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- এবং অপর একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রায়ে দ-প্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদের মধ্যে যাজ্জীবন দ-প্রাপ্তকে জরিমানা অনাদায়ে আরও ১ মাসের করে সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক রবিবার দুপুরে এ রায় প্রদান করেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার শাহাদত আলী ওরফে ছাদুর ছেলে মোঃ ইয়াকুব আলী, একই এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে মোঃ হান্নান ওরফে হান্নু, চান মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু, মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মনির ও মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন এবং যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি হলো- মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ মাসুদ ওরফে মাইছ্যা। এদের মধ্যে রায় ঘোষণাকালে আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলু উপস্থিত ছিল এবং অন্য আসামিরা পলাতক ছিল। উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার নুরুল ইসলাম ওরফে নুরু মিয়ার ছেলে ঠিকাদার মোঃ আবু সাইদকে পূর্ব শত্রুতার জের ধরে ২০০৮ সালের ১৭ জুন সন্ধ্যায় আসামিরা বাড়ি থেকে ডেকে ধীরাশ্রম বাজারের পাশের কিন্ডারগার্ডেন স্কুলে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে আবু সাইদকে মারপিট ও শ^াসরোধ এবং অ-কোষ টিপে হত্যা করে। পরে নিহতের লাশ ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের উত্তরে রেললাইনের পাশের জমিতে ফেলে পালিয়ে যায়।
×