ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৫, ৫ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

কালীমূর্তি উদ্ধার সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৪ সেপ্টেম্বর ॥ উত্তর চরবংশী থেকে কালীমূর্তিসহ প্রতারক শহিদ আলী সরদারকে আটক করেছে র‌্যাব। তার বাড়ি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের লুধুয়াপাড়ায়। জানা গেছে, দেড় বছর আগে প্রতারক শহিদ আলী সরদারের সঙ্গে পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের শংকর রায়ের পরিচয় হয়। পরিচয় সূত্রে শহিদ শংকরকে জানায়, তার কাছে মূল্যবান কালীমূর্তি রয়েছে। ওই মূর্তি দেয়ার নামে তার কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। গত ৩১ আগস্ট শহিদ মূর্তিকে দুধ-কলা খাওয়ানোর কথা বলে আরও ১৩ হাজার টাকা দাবি করে। সন্দেহ হলে শংকর র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব প্রতারক শহিদকে নিজ বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে গত ১০ থেকে ১২ বছর ধরে মূর্তি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। পরে তার তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুর থেকে কালীমূর্তি উদ্ধার করা হয়। জমি দখলের চেষ্টা ॥ বাধা দেয়ায় পিটুনি নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ সেপ্টেম্বর ॥ একটি হাউজিং কোম্পানির বিরুদ্ধে জোর করে অন্যের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা পশ্চিম কোটাপাড়া ও হেমায়েতপুরে ‘আলমনগর সুগন্ধা হাউজিং’ এর সীমানায় এ ঘটনা ঘটে। জমি দখলে বাধা দেয়ায় সন্ত্রাসীরা এ সময় দু’জনকে পিটিয়ে আহত করে। জানা গেছে, ওই এলাকায় ৪০ শতাংশ জমি রয়েছে স্থানীয় আলিমুদ্দি হাজী, এখলাস মিয়া, হেলাল মিয়া ও আজিজুল ইসলামের। ওই জমি ‘আলমনগর সুগন্ধা হাউজিং’ এর সীমানায় হওয়ায় হাউজিং কর্তৃপক্ষ এদিন সকালে লোকজন নিয়ে ট্রাকে করে বালু এনে তা ভরাট করে দখলের চেষ্টা করে। এ সময় ওই জমির মালিকপক্ষের লোকজন বাধা দিলে হাউজিংয়ের লোকজন দু’জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ৪০ শতাংশ জমির মালিকরা বলেন, তাদের জমি সুগন্ধা হাউজিংয়ের মালিক আলম চাঁন দখলের চেষ্টা করেছে। এর প্রতিবাদ করলে তাদের নামে উল্টো মামলা করার হুমকি দেন তিনি। হাউজিংয়ের মালিক আলম চাঁন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। শিক্ষককে নির্যাতনের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ সেপ্টেম্বর ॥ ফুলছড়ি উপজেলার দেলুয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বহিষ্কৃত সভাপতি আব্দুল মজিদ মোল্লা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর বেগমকে শারীরিকভাবে নির্যাতন করার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক আয়নাল হক প্রমুখ। আসামি গ্রেফতার দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কৃষক আক্কাস হত্যা মামলার প্রধান আসামি মঈনুলসহ সব আসামি গ্রেফতারের দাবিতে রবিবার তাড়াশ প্রেসক্লাব চত্বরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ১৪ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিচারের নামে পওতা গ্রামের মঈনুল হক তার বাড়িতে ডেকে নিয়ে লোকজন দিয়ে পিটিয়ে আক্কাসকে হত্যা করে। মাবনবন্ধনে বক্তব্য রাখেন মিনা বেগম, সীমা আকতার, আবু সাঈদ, আব্বাস আলী, আনিসুর রহমান আব্দুল হালিম, আনছার আলী, হায়দার আলী প্রমুখ। ড. শারমিন জাহানকে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ চীনের সাংহাই জেটিইউ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী এবং এক্সিলেন্ট পোস্ট গ্রাজুয়েট এ্যাওয়ার্ড অর্জন করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী এমপি আখম জাহাঙ্গীর হোসাইনের মেয়ে ড. শারমিন জাহানকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শ্যামাকান্ত বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখম জাহাঙ্গীর হোসাইন এমপি, মিসেস সেলিনা হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস প্রমুখ। এর আগে গজালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়। প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে জাহানারা আক্তার শিমুল নামে ১৩ বছরের এক কিশোরী। ২৮ বছরের এক যুবকের সঙ্গে সোমবার তার বিয়ের কথা ছিল। রবিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং বাল্যবিয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর শফিকুলকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। বিদ্যুতস্পৃষ্টে আরও একজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের ছিঁড়েপড়া তারে জড়িয়ে আহতদের মধ্যে তাহেরা বেগম (৫৫) নামে আরও একজন মারা গেছে। রবিবার দুপুর সোয়া একটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১৫ দিনের মাথায় তার মৃত্যু হলো। নিহত গৃহবধূ মহুবার রহমানের স্ত্রী। এ নিয়ে ওই ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হলো। বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছে আরও তিন জন। গত ২১ আগস্ট রাত আটটার দিকে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি বিদ্যুত লাইনের তার ছিঁড়ে ওই গ্রামের বিপ্লবের পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়। মাদকসেবীর দণ্ড নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৪ সেপ্টেম্বর ॥ ইয়াবা সেবনের দায়ে হাসমতকে(৩৫) দু’বছরের করাদ- প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন এ দ-াদেশ প্রদান করে গোহট উত্তর ইউনিয়নের মৃত চানমিয়ার ছেলে হাসমতকে জেল হাজতে প্রেরণ করেন। ওইদিন ভোরবেলা থানা পুলিশ ইয়াবা সেবনরত অবস্থায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। কলেজ জাতীয়করণ দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ হামিদপুর আল-হেরা কলেজটি জাতীয়করণ দাবিতে রবিবার যশোরে মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। এ সময় বক্তব্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই হামিদপুর আল হেরা কলেজ প্রতিবছরই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে চলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিবছরই কলেজটি যশোর বোর্ডের সেরাদের তালিকায় স্থান করে নিচ্ছে। সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ সেপ্টেম্বর ॥ টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত কবির হোসেন (২২) নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কবির হোসেন উপজেলার হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। শনিবার বিকেলে হেমনগর কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়গ্রুপের ৫ নেতাকর্মী আহত হয়। ভুয়া আর্মড পুলিশ আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরামপুর থানা পুলিশ রবিবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক ভুয়া পুলিশ কনস্টেবলকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বিরামপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, মহাসড়কের ওপর বিরামপুর কলেজ বাজারে পুলিশের পোশাক পরিহিত এক যুবক মোটরযান থামিয়ে টাকা আদায় করছিল। খবর পেয়ে থানার এসআই আনিছুর রহমান তাকে হাতেনাতে আটক করেন। আটক যুবকের নাম আজিজুল ইসলাম (২৩) ওরফে ডালিম ওরফে আতিক। সে রংপুর জেলার মিঠাপুকুর থানার কোনারপাড়া গ্রামের শহিদুলের পুত্র। মোস্তফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৪ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার মোস্তফা মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্যে রাখেন, মোসলেহ উদ্দিন, রাকিব হোসেন, জাকির হোসেন, তাহিদুর রহমান, কামাল হোসেন, জামাল মিয়া, আল-আমিন, জহিরুল ইসলাম, খায়ের মিয়া, নুর উদ্দিন, সালাউদ্দিন প্রমুখ। সাতক্ষীরায় মতবিনিময় স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ নিরাপদ অভিবাসনে নাগরিক সমাজের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন ও সালিশ কেন্দ্র এবং স্বদেশ সাতক্ষীরার সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম এ সভার আয়োজন করে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিন ছাড়াও বক্তব্য রাখেন জেলা নাগরিক আহ্বায়ক আর, আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক টিপু সুলতান, এম কামরুজ্জামান, নাজমুন নাহার ঝুমুর প্রমুখ।
×