ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিস্তায় ফের শুরু অবৈধ পাথর উত্তোলন

প্রকাশিত: ০৪:১২, ৫ সেপ্টেম্বর ২০১৬

তিস্তায় ফের শুরু অবৈধ পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবৈধ বোমা মেশিন বন্ধ থাকায় ডিমলায় পাথর উত্তোলনে একটি প্রভাবশালী চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। রবিবার সকাল থেকে তিস্তা নদীতে শতাধিক নৌকায় মেশিন বসিয়ে তিস্তা নদী হতে পাথর উত্তোলন করা হয়। এ ঘটনায় বন্ধ বোমা মেশিনের মালিকপক্ষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা ঘোষণা দিয়েছে নদী হতে পাথর উত্তোলন বন্ধ করা না হলে তারাও বোমা মেশিন চালু করতে বাধ্য হবে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, একটি প্রভাবশালী মহল নিজেদের ফায়দা হাসিলে গুজব ছড়িয়ে দেয় কর্মসংস্থান না থাকায় স্থানীয়রা অভাব অনটনে পড়ে অনাহারে দিনাদিপাত করছে। তাদের কাজের সংস্থান করতে তিস্তা নদী হতে পাথর উত্তোলন ছাড়া আর কোন বিকল্প নেই। আর এই গুজব ছড়িয়ে মহলটি এক শ’ নৌকায় মেশিন বসিয়ে পাথর উত্তোলনের কাজ শুরু করে সোমবার সকাল থেকে। এলাকাবাসী অভিযোগ করেছে ময়নুল ও লিটনের নেতৃত্বে রোকনুজ্জামান, জাহাঙ্গীর, নজরুল ইসলাম, ধলা মুক্তার, নজরুল ইসলাম ওরফে বিধুবা, আলিম, মোতালেব, দুলাল হোসেন নদী হতে পাথর উত্তোলন শুরু করে। এ জন্য পাথর উত্তোলনকারীদের কাছ হতে ময়নুল ও লিটন প্রতিদিন ৪০ হাজার টাকা করে ঠিকা নিয়েছে। পাথর উত্তোলনের পর তা পরিবহনে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর ও ট্রলি। ফলে এলাকার রাস্তাঘাট ভেঙ্গে চলাচলে অযোগ্য হয়ে পড়ছে।
×