ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথম পত্র

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৬, ৫ সেপ্টেম্বর ২০১৬

একাদশ শ্রেণির পড়াশোনা

১. ভাতবর্ষে ব্রিটিশ সাম্রাজের ভিত্তি সুপ্রতিষ্ঠিত করেন কে? ক) ক্লাইভ খ) হেস্টিংস গ) ওয়েলেসলি ঘ) ডালহৌসী ২. ‘অপারেশন সার্চ লাইট’ এর মতো নীল নকশা তৈরি করা হয় কবে? ক) ১৫ মার্চ ১৯৭১ খ) ১৯ মার্চ ১৯৭১ গ) ১৭ মার্চ ১৯৭১ ঘ) ২১ মার্চ ১৯৭১ ৩. আগরতলা মামলায় আসামিদের বিচারের জন্য নিযুক্ত বিচারপতি কোথাকার? ক) ঢাকার খ) পাকিস্তানের গ) নয়াদিল্লির ঘ) ব্রিটেনের ৪. মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কয়টি ছিল? ক) ৪৪ টি খ) ৫৫ টি গ) ৬৫টি ঘ) ৬৪টি ৫. ইংরেজদের ভারতবর্ষে বাণিজ্য করার আগ্রহ যোগায়- র. পর্তুগিজদের বাণিজ্যিক সাফল্য রর. ওলন্দাজদের বাণিজ্যিক সাফল্য ররর. ভারতবর্ষের বিপুল ধনসম্পদ- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬. সুবেদার শায়েস্তা খানের কৃতিত্ব পর্তুগিজদের যে স্থান থেকে বিতাড়নের ক্ষেত্রে দেখা যায়- র. হুগলি রর. চট্টগ্রাম ররর. সন্দ্বীপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৭. ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির’ মূল উদ্দেশ্য কী? ক) জনগণের ন্যায্য অধিকার আদায় খ) শিক্ষার অধিকার আদায় গ) রাজনৈতিক অধিকার ঘ) ধর্মীয় অধিকার ৮. পাকিস্তানে সামরিক শাসন জারি হয় কবে? ক) ১৯৪০ খ) ১৯৪৫ গ) ১৯৫০ ঘ) ১৯৫৬ ৯. কোন চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়? ক) কাশ্মীর খ) ডেটন গ) তাসখন্দ ঘ) ভারত-পাকিস্তান ১০. ভারতবর্ষে বাণিজ্য করতে সম্রাট লুইি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেন ক) ১০ লক্ষ টাকা খ) ২০ লক্ষ টাকা গ) ৩০ লক্ষ টাকা ঘ) ৫০ লক্ষ টাকা ১১. ২৫ মার্চ রাত বাঙালিদের ইতিহাস কী নামে পরিচিত? ক) কালরাত খ) সাদারাত গ) লালরাত ঘ) নীলরাত ১২. পূর্ণিয়ার যুদ্ধে শওকত জঙ্গ- র. নিহত হয় রর. আপোস করে ররর. পরাজিত হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ১৩. ১৭৭৫ সালে জালিয়াতির অভিযোগে কার ফাঁসি হয়? ক) নন্দকুমার খ) বেন্টিঙ্ক গ) হেস্টিংস ঘ) কর্নওয়ালিশ ১৪. ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কার নামানুসারে? ক) রাজা জব চার্নক-এর খ) রাজা দ্বিতীয় চার্লস-এর গ) রাজা দ্বিতীয় ওয়াশিংটন-এর ঘ) রাজা তৃতীয় উইলিয়াম-এর ১৫. পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অনুন্নয়নের প্রভাব কোনটি? ক) উৎপাদন হ্রাস খ) জীবনযাত্রার নিম্নমান গ) মূলধনের অভাব ঘ) জনগণের অসচেতনতা ১৬. ‘ফ্রিডম ফাইটার’ বলতে কী বোঝায়? ক) রাজাকার খ) সাহসী ব্যক্তি গ) যুদ্ধে নিহত ব্যক্তি ঘ) মুক্তিযোদ্ধা ১৭. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে? ক) হেনরি ডুনান্ট খ) পল হ্যারিস গ) পিটার বেনেনসন ঘ) সলিল সেঠি ১৮. কোন মমতাজ বেগম বাংলাদেশের ইতিহাসে স্মরণীয়? ক) নাটকে অনবদ্য অবদানের জন্য খ) মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য গ) গণঅভ্যুত্থানে অবদান রাখার জন্য ঘ) ৫২-এর ভাষা আন্দোলনে অবদানের জন্য ১৯. বেন্টিংক কত সালে ইংরেজির মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করেন? ক) ১৮৩০ খ) ১৮৩১ গ) ১৮৩২ ঘ) ১৮৩৩ ২০. মুক্তিযুদ্ধের এস ফোর্সের নেতৃত্ব নেতৃত্ব দেন কে? ক) মেজর জিয়াউর রহমান খ) কর্নেল আব্দুর রব গ) লে. কর্নেল শফিউল্লাহ ঘ) ক্যাপ্টেন মনসুর আহমেদ ২১. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? ক) ১৯০৭ খ) ১৯০৯ গ) ১৯১১ ঘ) ১৯১৭ ২২. ১৯৬৯ সালের ‘ছাত্রসংগ্রাম পরিষদ’ এর সভাপতি কে ছিলেন? ক) জহুরুল হক খ) তোফয়েল আহমেদ গ) আসাদুজ্জামান ঘ) ড: শামসুজ্জোহা ২৩. বাঙালির জন্য ১১ দফা দাবি ছিল- ক) স্বাধীনতার দাবি খ) স্বায়ত্তশাসনের দাবি গ) ভাষার দাবি ঘ) মৌলিক অধিকারর দাবি ২৪. ব্রিটিশদের হাত থেকে গান্ধীজী বিনা শর্তে মুক্তি পান কবে? ক) ১৯৩০ খ) ১৯৩২ গ) ১৯৩৭ ঘ) ১৯৫২ ২৫. কাদেরিয়া বাহিনী কোথায় গড়ে উঠে? ক) বরিশাল খ) পঞ্চগড় গ) মেহেরপুর ঘ) টাঙ্গাইল ২৬. ঠগীদের আবির্ভাব ঘটে কখন? ক) সেন আমলে খ) সুলতান আমলে গ) মুঘল আমলে ঘ) পাঠান আমলে ২৭. বহির্বিশ্বে প্রথম বাংলাদেশ মিশন কোথায় স্থাপিত হয়? ক) ভারতে খ) ইরানে গ) ইংল্যান্ডে ঘ) রাশিয়ায় ২৮. অধীনতামূলক মিত্রতা নীতির ফলে- র. ছোট ছোট রাজ্যগুলো বৃটিশদের মিত্র হয় রর. কোম্পানির সামরিক ভীত মজবুত হয় ররর. কোম্পানীর প্রভাব ও প্রতিপত্তি সর্বব্যাপী হয়- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. বিধবা বিবাহ আইন পাস করেন কে? ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) রামমোহন রায় গ) লর্ড বেন্টিঙ্ক ঘ) লর্ড ডালহৌসি ৩০. বাঙালিকে স্বাধীনতার অনুপ্রাণিত করেছিল কার ভাষণ? ক) ইয়াহিয়া খানের খ) ভুট্টোর ভাষণ গ) টিক্কাখানের ভাষণ ঘ) শেখ মুজিবুর রহমানের ভাষণ ৩১. মীরকাশিম কত সালে মারা যান? ক) ১৭৭৮ খ) ১৭৭৬ গ) ১৭৭৭ ঘ) ১৭৭৮ ৩২. টিপু সুলতান ছিলেন- র. মহান যোদ্ধা রর. দেশপ্রেমিক ররর. স্বাধীনচেতা- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. মুক্তিযুদ্ধে চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? ক) ৭ খ) ৮ গ) ৯ ঘ) ১১ ৩৪. ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? ক) ১৮৮৫ খ) ১৮৮৭ গ) ১৮৯১ ঘ) ১৮৯৬ ৩৫. যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে? ক) ১৯৫৩ খ) ১৯৫৪ গ) ১৯৫৫ ঘ) ১৯৫৬ ৩৬. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? ক) ১০ ডিসেম্বর খ) ১২ ডিসেম্বর গ) ১৪ ডিসেম্বর ঘ) ১৬ ডিসেম্বর ৩৭. মুজিবনগর কোথায় অবস্থিত? ক) চুয়াডাঙ্গায় খ) নওগাঁয় গ) মেহেরপুর ঘ) কালিগঞ্জে ৩৮. মুক্তিযুদ্ধের সময় ১ নং সেক্টরের অধীনে ছিল কোনটি? ক) ঢাকা খ) রংপুর গ) সিলেট ঘ) চট্টগ্রাম ৩৯. ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? ক) ১৫০০ খ) ১৬০০ গ) ১৬১০ ঘ) ১৭০০ ৪০. পর্তুগিজদের শাসন বিলুপ্ত হওয়ার মূলে যারা দায়ী- র. ওলন্দাজ রর. ফরাসি ররর. ইংরেজ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪১. একজন ইউরোপীয় সুজানগর গ্রামে তার নিজের দেশের কথা স্মরণ করে দোকানের নাম দিয়েছেন ‘ডাচ-বাংলা সুগার মিল।’ তিনি কোন দেশের অধিবাসী? ক) পর্তুগাল খ) হল্যান্ড গ) ডেনমার্ক ঘ) গ্রিস ৪২. ছয়দফা দাবির উদ্দেশ্য কী ছিল? ক) ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে মুক্তি খ) সামরিক মুক্তি পাওয়া গ) রাজনৈতিক সুবিধা পাওয়া ঘ) স্বাধীনতা লাভ করা ৪৩. ইস্ট ইন্ডিয়া কোম্পনি প্রাচ্য দেশে বাণিজ্যের সনদ লাভ করেন কত জন ইংরেজ বণিকের প্রচেষ্টায়? ক) ১১ জন খ) ১৪ জন গ) ১৬ জন ঘ) ১৮ জন ৪৪. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? ক) শফিকুর রহমান খ) আব্দুল্লাহ গ) নিতুন কুন্ডু ঘ) হামিদুর রহমান ৪৫. লর্ড কার্জনের সময়কাল কোনটি? ক) ১৮৯৯-১৯০৫ খ) ১৮৯৯-১৯০৬ গ) ১৯০০-১৯০৫ ঘ) ১৯০১-১৯০৬ ৪৬. লাহোর প্রস্তাব পেশ করা হয় কোথায়? ক) পাঞ্জাবে খ) লাহোরে গ) নয়াদিল্লিতে ঘ) কাঠমুন্ডুতে ৪৭. ডালহৌসি প্রথম কোথায় স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করেন? ক) সুরাটে খ) সাঁতারায় গ) মাদ্রাজে ঘ) পাটনায় ৪৮. নেহেরু কমিটির সভাপতি কে ছিলেন? ক) জওহর নেহেরু খ) সুভাষ নেহেরু গ) মতিলাল নেহেরু ঘ) বিপিন নেহেরু উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মুনতাসীর মামুন ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, মুক্তিযুদ্ধে বাঙালিদের পাশাপাশি বিভিন্ন বিদেশিরাও তাদের লেখনীর মাধ্যমে অংশ নিয়েছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল হলো বাংলাদেশের স্বাধীনতা। ৪৯. ভাতবর্ষে ব্রিটিশ সাম্রাজের ভিত্তি সুপ্রতিষ্ঠিত করেন কে? ক) রবি শংকরের খ) মকবুল ফিদার গ) সাইমন ড্রিং-এর ঘ) বাঁধন দাশের ৫০. ‘অপারেশন সার্চ লাইট’ এর মতো নীল নকশা তৈরি করা হয় কবে? ক) র ও রর খ) রর গ) ররর ঘ) র সঠিক উত্তর: ১. (গ) ২. (গ) ৩. (খ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (ক) ৮. (ঘ) ৯. (গ) ১০. (গ) ১১. (ক) ১২. (গ) ১৩. (ক) ১৪. (ঘ) ১৫. (খ) ১৬. (ঘ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (গ) ২১. (গ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (ঘ) ২৬. (গ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (গ) ৫০. (গ)
×