ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও নাগরিকতা

দশম শ্রেণির পড়াশোন

প্রকাশিত: ০৪:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৬

দশম শ্রেণির পড়াশোন

১. বাংলাদেশের সংবিধানে কত সালে প্রথম সংশোধনী আনা হয়? ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে ২. বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপথ লাভ করে? ক) ১৯৭০ সালে খ) ১৯৭১ সালে গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭৩ সালে ৩. সামাজিক মূল্যবোধের লালন পরিবারের কোন ধরনের কাজ? ক) শিক্ষামূলক খ) রাজনৈতিক গ) মনস্তাত্ত্বিক ঘ) সাংস্কৃতিক ৪. বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ আছে? ক) ৪ খ) ৫ গ) ৬ ঘ) ৭ ৫. যৌতুক হলো সামাজিক Ñ ক) রীতি খ) মূল্যবোধ গ) ধ্যানধারণা ঘ) কুপ্রথা ৬. যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত তাদের কী বলা হতো? ক) নগররাষ্ট্র খ) নাগরিক গ) পৌরনীতি ঘ) অর্থনীতি ৭. কে প্রথম সার্ক গঠনের স্বপ্ন দেখেছেন? ক) শেখ মুজিবুর রহমান খ) জিয়াউর রহমান গ) আব্দুস সাত্তার ঘ) এইচ এম এরশাদ ৮. আদালতে কোনো মামলার আইন বিদ্যমান না থাকলে বিচারকগণ তা সমাধানের জন্য কীভাবে বিচারকাজ সম্পাদন করেন? ক) আইন সভার দ্বারা খ) ধর্মীয় গ্রন্থের দ্বারা গ) ন্যায়বোধের দ্বারা ঘ) নতুন আইন তৈরির দ্বারা ৯. রাষ্ট্রপতি করে থাকেÑ র. প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রর. জাতীয় সংসদ স্থগিত রাখতে পারেন ররর.. বিলে সম্মতি প্রদান করেনÑ নিচের কোনটি সঠিক? ক) র. ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. পাকিস্তানের সংবিধান কোন ধরনের? ক) নমনীয় খ) সুপরিবর্তনীয় গ) লিখিত ঘ) অলিখিত ১১. কত সালে আওয়ামী লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়? ক) ১৯৫১ খ) ১৯৫২ গ) ১৯৫৩ ঘ) ১৯৫৫ ১২. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিল কে? ক) জেনারেল আইয়ুব খান খ) তাজউদ্দীন আহমেদ গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ) সৈয়দ নজরুল ইসলাম ১৩. মন্ত্রী করে থাকেন Ñ র প্রকল্প প্রণয়ন রর. নীতি নির্ধারণ ররর. আইন প্রণয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. বাঙালি জাতীয়তাবাদ কোন দলের মূলনীতি? ক) আওয়ামী লীগ খ) বিএনপি গ) জাতীয় পার্টি ঘ) জামায়াতে ইসলামী বাংলাদেশ ১৫. পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষক কী করতে পারে? ক) যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা খ) পাহাড় কাটা নিয়ন্ত্রণ করা গ) প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা ঘ) অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করে জৈবসার ব্যবহারে উৎসাহিত করা ১৬. এককেন্দ্রিক রাষ্ট্রে দেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয় কেন? ক) নির্বাচনের জন্য খ) শাসনকাজের সুবিধার্থে গ) সম্পদের সুষম বণ্টনে ঘ) দারিদ্র্য বিমোচনে ১৭. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হয় কখন? ক) ৩১ অক্টোবর, ১৯৭২ সালে খ) ৩০ অক্টোবর, ১৯৭৩ সালে গ) ১ নভেম্বর, ১৯৭৪ সালে ঘ) ৩০ নভেম্বর, ১৯৭৫ সালে ১৮. কোনটিকে পরিবার বলা যাবে না? ক) শুধু একজন মহিলা বা একজন পুরুষকে খ) শুধু একজন মহিলা বা একজন মেয়েকে গ) শুধু একজন ছাত্র বা একজন পুরুষকে ঘ) শুধু একজন ছাত্রী বা একজন মেয়েকে ১৯. আমাদের দেশের মেয়েদের বাল্যবিবাহের প্রধান কারণÑ ক) ধর্মীয় কর্তব্যবোধের তাড়না খ) অশিক্ষা গ) একাধিক সন্তান হওয়া ঘ) কুসংস্কার ২০. অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনে যে ধরনের শর্ত পালন করতে হয়Ñ র. সরকারি চাকরি করা রর. সম্পত্তি ক্রয় করা ররর. দীর্ঘদিন বসবাস করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. কোন দেশটিতে মৃত্যুহার বাংলাদেশের তুলনায় দ্বিগুণ? ক) নেপাল খ) ভারত গ) শ্রীলংকা ঘ) পাকিস্তান ২২. বর্তমানে একক পরিবার গঠনের যে প্রবণতা দেখা দিয়েছে, সে প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবার ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। বাংলাদেশে একক পরিবার গঠনের কারণ কী? ক) সময়ের অস্থিরতা, পাশ্চাত্য দেশের প্রভাব, অর্থনৈতিক অসচ্ছলতা খ) একক পরিবার গঠনের ইচ্ছা থেকে গ) আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের জন্য ঘ) পারিবারিক চাপে পড়ে ২৩. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে তথ্য দিতে না পারলে কয় দিনের মধ্যে অনুরোধকারীকে অবহিত করতে হবে? ক) ৫ দিনের মধ্যে খ) ১০ দিনের মধ্যে গ) ১৫ দিনের মধ্যে ঘ) ২০ দিনের মধ্যে ২৪. রাষ্ট্র কর্তৃক নাগরিকদের অধিকার দেওয়া হয় কেন? ক) নাগরিকদের উন্নয়নের জন্য খ) নাগরিকদের ক্ষমতায়নে গ) ভোটাধিকার প্রয়োগের জন্য ঘ) নাগরিকদের সচেতন করতে ২৫. সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণ কী? ক) তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা খ) উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তি গ) ইসলামকে রাষ্ট্রধর্ম করা ঘ) রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন ২৬. আইন বলতে বোঝায়Ñ র. সমাজ স্বীকৃত নিয়ম-কানুনকে রর. রাষ্ট্রকর্তৃক অনুমোদিত নিয়ম-কানুনকে ররর. ব্যক্তিগতভাবে অনুমোদিত নিয়ম-কানুনকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. সংসদ সদস্য নন এমন ব্যক্তি মন্ত্রী হতে পারবেন তবে তাদের সংখ্যা কত হবে? ক) এক-পঞ্চমাংশ খ) এক-অষ্টমাংশ গ) এক-দশমাংশ ঘ) এক-নবমাংশ ২৮. জনাব করিম একটি রাজনৈতিক দলের সদস্য। তার দলের অন্যতম কাজ হলোÑ র সরকারের গঠনমূলক সমালোচনা রর. দলের আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন ররর. দেশের অস্থিতিশীলতা বন্ধ করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. পার্বত্য জেলা পরিষদের সাধারণ সদস্য সংখ্যা কত? ক) ২০ জন খ) ২৫ জন গ) ২৮ জন ঘ) ৩০ জন ৩০. মামুনকে চোখ বেঁধে গুলিস্তান থেকে নিয়ে যায়। কিছুদিন পর মামুন ছিনতাইয়ের কাজ শিখে যায়। মামুন কোন ধরনের সন্ত্রাসী? ক) অপরাধী চক্রের দ্বারা সংঘটিত সন্ত্রাসী খ) রাজনৈতিক সন্ত্রাসী গ) আদর্শভিত্তিক সন্ত্রাসী ঘ) রাষ্ট্রীয় সন্ত্রাসী ৩১. আরিফ বাংলাদেশের নাগরিক। শুভ্রা ভারতের নাগরিক। উভয় সার্কের সদস্য। উভয় দেশের লক্ষ্যে- র. আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি রর. বাণিজ্যের সম্প্রসারণ ররর. পারস্পরিক বিরোধ নিষ্পত্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. রাষ্ট্রপতি দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না কোন কারণে? ক) অপসারিত হলে খ) ৫৫ বছর অতিক্রম করলে গ) মুসলমান ব্যতীত অন্য ধর্মের হলে ঘ) সন্তান না থাকলে ৩৩. রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি? ক) নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা খ) দলীয় আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন গ) গঠনমূলক বিরোধিতার মাধ্যসে সরকারের ভুলত্রুটি ধরা ঘ) বিভিন্ন দলের স্বার্থ একত্র করে রাজনৈতিক কর্মসূচি স্থির করা ৩৪. পৌরসভার প্রধানকে বলা হয়Ñ ক) সভাপতি খ) সভানেত্রী গ) মেয়র ঘ) চেয়ারম্যান ৩৫. রাজনৈতিক দল কোথায় দলের সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়? ক) সংসদে খ) দলের বাইরে গ) দলের ভিতরে ঘ) শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬. প্রত্যেক রাজনৈতিক দলের রয়েছে Ñ র. আদর্শ রর. সুনির্দিষ্ট কর্মসূচি ররর. সংঘবদ্ধ জনসমষ্টি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. নেটি সার্কে প্রথম লক্ষ্য? ক) সংহতি বিধান খ) সহযোগিতা গ) মানোন্নয়ন ঘ) যৌথ কার্যক্রম ৩৮. রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কী করে? ক) জনমত গঠন খ) নীতি প্রণয়ন গ) বিরোধী দল দমন ঘ) সংবিধান প্রণয়ন ৩৯. দুষ্পরিবর্তনীয় সংবিধান সংশোধন করতে হলেÑ ক) সহজ পদ্ধতি রয়েছে খ) জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয় গ) জটিলতা নেই ঘ) কোনো নিয়ম নেই ৪০. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? ক) ১৩ বার খ) ১৪ বার গ) ১৫ বার ঘ) ১৬ বার ৪১. কিসের মাধ্যমে নাগরিকের জীবন বিকশিত হয়? ক) অধিকার খ) জ্ঞানার্জন গ) পৌরনীতি চর্চা ঘ) ধর্মচর্চা ৪২. বর্তমানে বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামো কয় স্তরবিশিষ্ট? ক) ২ স্তর খ) ৩ স্তর গ) ৪ স্তর ঘ) ৫ স্তর ৪৩. বর্তমান কতটি দেশ জাতিসংঘের সদস্য? ক) ১৮৪টি খ) ১৮৯টি গ) ১৯০টি ঘ) ১৯৩টি ৪৪. কোন রাষ্ট্রে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক ভিন্নতা বেশি থাকে? ক) মন্ত্রিসভা খ) কেন্দ্রীয় সরকার গ) আঞ্চলিক সরকার ঘ) প্রেসিডেন্ট ৪৫. বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল কোনটি? ক) জামায়াতে ইসলামী বাংলাদেশ খ) বাংলাদেশ আওয়ামী লীগ গ) জাতীয় পার্টি ঘ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৬. কোন আইনের মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়ে থাকে? ক) সরকারি আইন খ) সাংবিধানিক আইন গ) ফৌজদারি আইন ঘ) প্রশাসনিক আইন ৪৭. কত বছর পর পর কমনওয়েলথভুক্ত সরকারপ্রধানের সম্মেলন অনুষ্ঠিত হয়? ক) ১ বছর খ) ২ বছর গ) ৩ বছর ঘ) ৪ বছর * নিচের অনুচ্ছেদের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও : মিলন বাংলাদেশি, কিন্তু দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তার তিনটি সন্তান রয়েছে, যাদের দুইজন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে ও বসবাস করছে। তবে তার তৃতীয় সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ না করলেও দীর্ঘদিন বসবাস করছে। ৪৮. বাংলাদেশের সংবিধানে কত সালে প্রথম সংশোধনী আনা হয়? ক) শুধু বাংলাদেশের নাগরিক খ) শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক গ) দ্বৈত নাগরিক ঘ) সব দেশের নাগরিক ৪৯. বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য পথ লাভ করে? ক) শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক খ) দ্বৈত নাগরিক গ) বাংলাদেশের নাগরিক ঘ) কোন দেশেরই নাগরিক নয় ৫০. সামাজিক মূল্যবোধের লালন পরিবারের কোন ধরনের কাজ? ক) অনুমোদন সূত্র খ) জন্মনীতি গ) জন্মস্থান নীতি ঘ) জন্মদিন নীতি সঠিক উত্তর: ১. (খ) ২. (গ) ৩. (ক) ৪. (ক) ৫. (ঘ) ৬. (খ) ৭. (খ) ৮. (গ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (খ) ২২. (ক) ২৩. (খ) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (খ) ৩৯. (খ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (ক)
×