ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরীর বাঁকে সাংস্কৃতিক মেলা

প্রকাশিত: ০৪:০৪, ৫ সেপ্টেম্বর ২০১৬

ধলেশ্বরীর বাঁকে সাংস্কৃতিক মেলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে-তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে...’ রবী ঠাকুরের এই গানের কথা আর সুর উপস্থিত স্রাহাধিক স্রোতার চোখের জ্বলে একাকার। শরতের আকাশে মেঘের ভেলা ভাসলি। মঞ্চের লাগঘেষা ধলেশ্বরী বইছিল নান্দিক রূপে। আর নদীতে মাঝি মাল্লার নানা ব্যস্ততা। এরই মধ্যে আকাশ ভেঙ্গে বৃষ্টি ! কিন্তু এই বৃষ্টি অনুষ্ঠানকে ভিন্ন মাত্রায় যুক্ত করে। কিছু সময় পরেই আবার জ্বল জ্বলে রোদ। রোদ-বৃষ্টির মধ্যে আবৃত্তি, নৃত্য, নানা দেশজ গানের সুরে সুরে প্রকৃতির নানা রূপ ফোটে উঠে। ক্ষণটিতে যেন সকলেই অন্য এক জগত রচনা করছিল। সেই জগতটি ছিল ভাল লাগার আর অকৃত্রিম মমতার। রবিবার মুন্সীগঞ্জ শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজে ‘ধলেশ্বরীর বাঁকে সাংস্কৃতিক মেলা’ আয়োজন করার হয়। এর মূলেই ছিল প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের বিদায় সংবর্ধনা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী মোঃ তাওহিদুজ্জামানের সভাপতিত্বে ব্যতিক্রম এই আয়োজনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম, এডিসি মোহাঃ হারুন-অর-রশীদ, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রতিনিধি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, একাডেমিক কো-অর্ডিনেটর ফারহানা মির্জা, শিক্ষক জাকির হোসেন, মোহাম্মদ বাহাউদ্দিন ও সাইফুর রহমান।
×