ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এসএ টিভি ও আইপি টিভি ওয়ার্ল্ডের চুক্তি

প্রকাশিত: ০৪:০৩, ৫ সেপ্টেম্বর ২০১৬

এসএ টিভি ও আইপি টিভি  ওয়ার্ল্ডের চুক্তি

সংস্কৃতি ডেস্ক ॥ উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাঙ্গালীদের জন্য ‘এসএ টিভি’ প্রবাসীদের জন্য অনুষ্ঠান নির্মাণ ও এসএ পরিবহন সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই লস এঞ্জেলস শহরের বাণিজ্যিক এলাকাতে একটি স্থায়ী টেলিভিশন স্টুডিও ও অফিস নেয়া হয়েছে। গত ৩০ আগস্ট ঢাকার গুলশানের এসএ টিভি স্টুডিও কার্যালয়ে এ বিষয় এসএ গ্রুফ অফ কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের ‘আই পি টিভি ওয়ার্ল্ড’ এর মধ্যে চুক্তি হয়। এসএ টিভির পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি সালাউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের প্রবাসী বাংলাদেশী আমেরিকান সাইফুর রহমান ওসমানী জিতু ও রেজাউর রহমান ওসমানী মিতু। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলাদেশীদের জন্য স্থানীয় অনুষ্ঠান নির্মাণের লক্ষ্যে লস এঞ্জেলসের বাণিজ্যিক এলাকা উইলশ্যায়ার বুলেভার্ড সড়কের ১১ তলা ভবনে যৌথ উদ্যোগে পরিচালিত আইপি টিভি ওয়ার্ল্ড-ও একটি চলমান টেলিভিশন স্টুডিওর যাবতীয় সরঞ্জামাদি মালিকানা কিনে নেয়া হয়েছে। এখন থেকে লস এঞ্জেলসের এস এ টিভি-ও নতুন টিভি স্টুডিও থেকে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের জন্য নিয়মিত অনুষ্ঠান নির্মাণ ও প্রবাসীদের জন্য প্রাইম টাইমে উত্তর আমেরিকার সময় অনুসারে অনুষ্ঠান প্রচার করবে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে লস এঞ্জেলসে বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এসএ টিভি নিজস্ব স্টুডিও থেকে অনুষ্ঠান প্রচার করবে। এতে প্রবাসীদের জন্য স্থানীয় সংবাদ, সাক্ষাতকার ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করবে। এর ফলে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্রবাসী বাংলাদেশীরা তাঁদের কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে নতুন মাত্রা যোগ হল। প্রবাসী গ্রাহকেরা এখন থেকে ‘আই পি টিভি ওয়ার্ল্ড- সেট-টপ বক্সের মাধ্যমে বিভিন্ন দেশের অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়াও আই-ফোন ও এ্যানড্রয়েড, স্যাটেলাইট, ক্যাবল-সহ বিভিন্ন মাল্টিমিডিয়া প্লাটফর্মে এসএ টিভির অনুষ্ঠান আমেরিকা ও কানাডার প্রবাসী বাংলাদেশী দর্শকরা সরাসরি দেখতে পারেন। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সরাসরি প্রচারেরও ব্যবস্থা থাকবে। এস এ গ্রুপের চেয়ারম্যান ও এমডি সালাউদ্দিন আহমেদ বলেন উত্তর আমেরিকার এসএ টিভি প্রবাসী বাংলাদেশীদের স্থানীয় অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে অনুপ্রাণিত করবে। যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসের আইপিটিভি ওয়ার্ল্ডের নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু ও রেজাউর রহমান ওসমানী মিতু বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশীদের জন্য লসএঞ্জেলসের লিটল বাংলাদেশ সংলগ্ন এসএ টিভি ও এসএ পরিবহনের কার্যালয় প্রতিষ্ঠার ফলে প্রবাসী বাংলাদেশীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল।
×