ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের বিশেষ ম্যাগাজিন ‘পরিবর্তন’

প্রকাশিত: ০৪:০২, ৫ সেপ্টেম্বর ২০১৬

ঈদের বিশেষ ম্যাগাজিন ‘পরিবর্তন’

স্টাফ রিপোর্টার ॥ বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এবারের ঈদে বিশেষ পর্ব প্রচার হবে। অনুষ্ঠান আয়োজক সুত্রে জানা গেছে ঈদের দ্বিতীয় দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে। ‘পরির্তন’র পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনায় আনজাম মাসুদ প্রযোজনা মো. সরওয়ার মিয়া। ‘পরির্তন’র এবারের পর্বে মোট ১৯টি পরিবেশনায় থাকছে নাচ, গান, দর্শক প্রতিযোগিতা পর্ব ও নাট্যাংশ। এছাড়া গান থাকছে মোট ৪টি। ইকবাল খন্দকারের লেখা একটি গান গেয়েছে কণ্ঠশিল্প আরফীন রুমী ও লুইপা। জনপ্রিয় লোক সঙ্গীত ‘তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা‘ গানটির নতুন সঙ্গীতায়ন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। এই গানে প্রথমবারের মত এক সঙ্গে সঙ্গীত পরিবেশন করছেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। তাদের সঙ্গে আসাদ খানের পরিচালনায় একদল নৃত্যশিল্পীর পার্ফরমেন্স করেছেন। তারুণ্য ও সম্ভাবনার কথা নিয়ে রচিত একটি গান গেয়েছেন এ প্রজম্মের চার শিল্পী নাজু আখন্দ, ঝিলিক, ঐশী ও বেলী আফরোজ। গানটি লিখেছেন ইকবাল খন্দকার সুরও সঙ্গীত পরিচালনা করেছেন সুজন আরিফ। বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণা তার তিনটি জনপ্রিয় গানের অংশবিশেষ পরিবেশন করবেন। তার সঙ্গে পার্ফরমেন্স করেছেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ফারুক ফ্লাই। দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন সারিকা। মডেলিং ও নাটকে অভিনয় করলেও এই প্রথম নৃত্য নিয়ে হাজির হচ্ছেন পরিবর্তনের মঞ্চে। তার সঙ্গে থাকছেন কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগসহ একঝাঁক নৃত্যশিল্পী। তিনটি অত্যন্ত জনপ্রিয় গানের অংশবিশেষ নিয়ে কম্পোজকৃত মিউজিকের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় অভিনেত্রী নৃত্যশিল্পী নাদিয়া ও তারসহ শিল্পীরা। মিলনায়তনের দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক অংশ নিয়েছেন দর্শক প্রতিযোগিতা পর্বে। যেখানে তারা একটি বহুল পরিচিত ও পঠিত ছড়াকে তিনভাবে উপস্থাপন করেছেন। কোরবানির বিরাট হাট, কোরবানির গোস্ত, বিদেশী সংস্কৃতি চর্চা, আদম পাচার, উপরি, টিভি রিমোট ইত্যাদি বিষয়সহ সমাজের নানা অসঙ্গতি ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত বিভিন্ন নাটাংশে অভিনয় করেছেন-দিলু খান, মামুনুল হক টুটু আফরোজা হাসান, মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, টুটুল চৌধুরী, আকবর, ফারুক মল্লিাক, মামুন, আপেল, নয়ন, আশরাফ কবির, জাহাঙ্গীর, মুনা, সুজাত শিমুল, মতিউর রহমান,সারোয়ার, শিউলী শিলা, শ্যামলী, চঞ্চল সৈকত, জসিম উদ্দিন, শাহীন খান ও বিনয় ভদ্র।
×