ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত এএপি মন্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ০৪:০২, ৫ সেপ্টেম্বর ২০১৬

ধর্ষণের অভিযোগে  বহিষ্কৃত এএপি  মন্ত্রী গ্রেফতার

ভারতের দিল্লীর রাজ্য সরকারের বহিষ্কৃত মন্ত্রী সন্দীপ কুমারকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সুলতানপুরী থানায় দায়ের করা এক মহিলার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। খবর ওয়েবসাইটের। দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে এমন একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর গত সপ্তাহে সন্দীপকে নারী ও শিশুকল্যাণমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর আম আদমি পার্টি (এএপি) থেকেও বহিষ্কৃত হন তিনি। ভিডিওচিত্রে থাকা এক নারী শনিবার থানায় গিয়ে সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর করেন। এরপরই সন্দীপকে গ্রেফতার করা হয়। ওই নারীর অভিযোগ, তিনি মন্ত্রীর (সন্দীপ) কাছে একটি রেশন কার্ডের জন্য গিয়েছিলেন। সেখানে ফাঁদে পড়েন তিনি। নারীর দাবি, তাকে একটি স্থানে নিয়ে যান সন্দীপ। তাকে পানীয় পান করতে দেন।
×