ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওয়াজ পরিবারের সদস্যদের পাক কর কর্তৃপক্ষের নোটিস

প্রকাশিত: ০৪:০১, ৫ সেপ্টেম্বর ২০১৬

নওয়াজ পরিবারের সদস্যদের পাক কর কর্তৃপক্ষের নোটিস

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবারের সদস্যসহ কমপক্ষে সাড়ে চারশ’ ব্যক্তিকে নোটিস পাঠিয়েছে দেশটির কর কর্তৃপক্ষ। অফশোর কোম্পানি থাকার জন্য ফাঁস হওয়া পানামা পেপার্সে নাম ছিল এসব ব্যক্তির। খবর এনডিটিভির। দুর্নীতির প্রতিবাদে যখন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ লাহোরে বিশাল সমাবেশের আয়োজন করেছে ঠিক তখনই এসব নোটিস পাঠিয়েছে দ্য ফেডারেল বোর্ড অব রেভনিউ (এফবিআর)। কারণ পানামা পেপার্স ফাঁস হওয়ার পরও তার (প্রধানমন্ত্রী) পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শরীফ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হওয়ায় এ সমাবেশ করছে ইমরানের দল। এফবিআর এবং জাতীয় জবাবদিহিতা ব্যুরোর দুর্নীতিবিরোধী পর্যবেক্ষণকারী কর্মকর্তারা নওয়াজ শরীফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় তাদেরও হুঁশিয়ার করে দিয়েছেন ইমরান খান। এক বিবৃতিতে এফবিআর জানিয়েছে, প্রতিষ্ঠানের গোয়েন্দা এবং তদন্ত বিষয়ক মহাপরিচালক সংবাদ মাধ্যমে প্রকাশিত ব্যক্তিদের ব্যাপারে আনুষ্ঠানিক ব্যাখ্যা সংগ্রহের উদ্দেশ্যেই নোটিসগুলো পাঠিয়েছেন। এফবিআর আরও জানায়, এর মাধ্যমে প্রতিবেদনের সত্যতা যাচাই করা যাবে। গত পাঁচ মাস ধরেই তা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। পানামা ভিত্তিক মোসাক ফনসেকা কোম্পানির ফাঁস হওয়া কাগজপত্রগুলো এপ্রিল প্রকাশিত হয় পানামা পেপার্স নামে। বিশ্বের ধনী ব্যক্তিদের অবশোর কোম্পানির বিষয় দেখভাল করত মোসাক ফনসেকা। অফশোর কোম্পানির জন্য পানামা পেপার্সে নাম যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুই পুত্র এবং এক কন্যার। এজন্য তাদের কাছে নোটিস পাঠিয়েছে এনবিআর।
×