ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জার্মানির স্থানীয় নির্বাচনে বেকায়দায় মেরকেলের দল

প্রকাশিত: ০৪:০১, ৫ সেপ্টেম্বর ২০১৬

জার্মানির স্থানীয় নির্বাচনে বেকায়দায় মেরকেলের দল

জার্মানির উত্তর-পূর্ব মেকলেনবার্গ-ভরপোমেরন রাজ্যের স্থানীয় নির্বাচনে অভিবাসনবিরোধী অলটারনেটিভ ফর ডয়েশল্যান্ড (এএফডি) দল রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বড় ধরনের জয় আশা করছে। এই নির্বাচনকে চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল ও তার মুক্তদ্বার অভিবাসন নীতির প্রতি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। এক বছর ধরে মেরকেল সীমান্ত খোলা রাখার অভিবাসন নীতি অনুসরণ করছেন। দু’সপ্তাহ পর বার্লিনে ও আগামী সেপ্টেম্বরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বছর মার্চে জার্মানির তিন রাজ্যে যে স্থানীয় নির্বাচন হয় তাতে ভোটাররা মেরকেলকে প্রায় লালকার্ড দেখিয়ে দেয়। ওই নির্বাচনগুলোতে তারা এএফডির দিকে ঝুঁকে পড়ে ও মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নকে (সিডিইউ) প্রত্যাখ্যান করে। যদি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন হয় তবে এএফডি ১২ শতাংশ ভোট পেয়ে পার্লামেন্টে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে, সবশেষ জনমত জরিপে এ রকম দেখা গেছে। বিল্ড সংবাদপত্রের জন্য ইমনিদের করা জরিপের ফল রবিবার প্রকাশিত হয়। ২০১৩ সালে গঠিত হওয়ার পর এই প্রথম তারা জার্মান পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার মতো অবস্থানে চলে এসেছে। দলটি মেরকেলের চতুর্থবারের মতো চ্যান্সেলর হওয়ার সম্ভাবনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। মেরকেল শনিবার নিজ এলাকা মেকলেনবার্গ-ভরপোমানে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারাভিযান চালান। তিনি এ সময় এএফডির উগ্র অভিবাসীবিরোধী মানসিকতার বিষয়ে ভোটারদের সতর্ক করে দেন। তিনি বলেন, প্রতিটি ভোট গণনা করা হবে। এই নির্বাচন দেশের ভবিষ্যত সম্পর্কে ধারণা দেবে। বিভেদ সৃষ্টিকারীদের পরাজিত করতে ও বর্তমান মধ্য-ডানপন্থী জোটের নীতিকে সমর্থন দেয়ার জন্য মেরকেল ভোটারদের প্রতি আহ্বান জানান। কারণ তার সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে বেকারত্ব অর্ধেকে নামিয়ে এনে বিকশিত করেছে পর্যটন খাতকে। বহুল প্রচারিত বিল্ড সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে মেরকেল মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিবেশ থেকে পালিয়ে আসা অভিবাসীদের স্বাগত জানানোর বিষয়টি নিয়ে তার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন।
×