ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে লরি-বাস সংঘর্ষে নিহত ৩৮

প্রকাশিত: ০৪:০১, ৫ সেপ্টেম্বর ২০১৬

আফগানিস্তানে লরি-বাস সংঘর্ষে  নিহত ৩৮

আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানিবাহী ট্যাঙ্কলরির সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। রবিবার ভোরে জাবুল প্রদেশে কাবুল-কান্দাহার মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর এএফপি ও ওয়েবসাইটের। দুটি যানের সংঘর্ষে ব্যাপক বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তারা। এতে আরও ২৮ জন আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। জাবুলের ডেপুটি পুলিশ প্রধান গুলাম জিলানি ফারাহি জানিয়েছেন, মাত্র ছয়টি মৃতদেহ শনাক্ত করা গেছে। বাকি মৃতদেহগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল এবং হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আহতদের কয়েকজনকে প্রাদেশিক রাজধানী কালাত ও পার্শ্ববর্তী কান্দাহার প্রদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনায় ট্যাঙ্কলরিটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে এর চালক ও সহকারী সঙ্গে সঙ্গেই মারা যান। কাবুল-কান্দাহার হাইওয়ে জঙ্গীপ্রবণ এলাকার মধ্য দিয়ে গেছে। এ কারণে অনেক বাসচালক জঙ্গীদের হাতে ধরা পড়ার ভয়ে এখানে বেপরোয়া গতিতে বাস চালায়।
×