ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেট্রয়েটে গির্জা পরিদর্শন

কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ের চেষ্টায় ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৪:০১, ৫ সেপ্টেম্বর ২০১৬

কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ের চেষ্টায় ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকার পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘু ভোটারদের মন জয়ের চেষ্টায় শনিবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে কৃষ্ণাঙ্গদের একটি গির্জায় ভাষণ দেন এবং আফ্রিকান আমেরিকানদের সমর্থনে নতুন একটি নাগরিক অধিকার এজেন্ডার আহ্বান জানান। খবর ইয়াহু নিউজের। ট্রাম্প প্রথমবারের মতো গ্রেট ফেইথ মিনিস্ট্রিস ইন্টারন্যাশনাল গির্জা পরিদর্শন করেন। এ সময় বাইরে বিক্ষোভকারীরা ‘নো জাস্টিস, নো পিস (ন্যায়বিচার ছাড়া শান্তি আসবে না)’ বলে সেøাগান দেয়। ট্রাম্প বলেন, বিদেশী কোম্পানি ফিরিয়ে এনে তিনি ডেট্রয়টকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে চান। আফ্রিকান আমেরিকান অধ্যুষিত শহরটির অনেক কোম্পানিই বর্তমানে দেউলিয়া হয়ে গেছে। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির জানিয়েছে, ট্রাম্প আলাদাভাবে প্রায় ১০০ কমিউনিটি ও গির্জার নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের কাছ থেকে কৃষ্ণাঙ্গ ভোটারদের সরিয়ে নিতে ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টা এটি। ৮ নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে এবং কৃষ্ণাঙ্গ ও হিস্প্যানিক ভোটারদের প্রতি অভিবাসন বিষয়ে কঠোর মনোভাব ঝেড়ে ফেলে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংখ্যালঘু ভোটারদের মন জয়ে মরিয়া হয়ে উঠেছেন। ট্রাম্প গির্জায় ভাষণে বলেন, আমি সম্পূর্ণ বুঝতে পারছি যে, আফ্রিকান আমেরিকান সম্প্রদায় বৈষম্যের শিকার এবং এমন অনেক ভুল আছে, যা এখনও ঠিক করা যাবে। এ সময় গির্জা অর্ধেক পূর্ণ ছিল। তিনি তার ১০ মিনিটের ভাষণে আরও বলেন, আমি সবার জন্য আমেরিকাকে সমৃদ্ধ করতে চাই।
×