ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের কাছে ভুল তথ্য প্রকাশ

প্রকাশিত: ০৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৬

বিনিয়োগকারীদের কাছে ভুল তথ্য প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আইপিও অনুমোদনের পর বিনিয়োগকারীদের ভুল তথ্য প্রকাশ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সামান্য এই ভুল তথ্য দেয়ার কারণে বিনিয়োগকারীদেরও কিছুটা বিভ্রান্তিতে পড়তে হয়েছে। এই কারণে আগামীতে কমিশনকে আরও সচেতন হওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেখা গেছে, বিএসইসি’র ৫৮২তম কমিশন সভায় প্যাসিফিক ডেনিমস ও ৫৭৯তম কমিশন সভায় ফরচুন সুজের আইপিও অনুমোদন দেয়া হয়। ১ সেপ্টেম্বর ৫৮২তম ও ২৯ জুন ৫৭৯তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্যাসিফিক ডেনিমসের শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) নিয়ে ও ফরচুন সুজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) নিয়ে ভুল তথ্য প্রকাশ করেছে কমিশন। সংবাদ বিজ্ঞপ্তি বিভাগের দায়িত্বে থাকা বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়েছে। তবে ভুল সংশোধনী করার জন্য পুনরায় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে বিএসইসি’র সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ভুল হতে পারে তবে অবশ্যই সতর্কভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে যাতে এমন ভুল না হয় সেদিকে নজর রাখা উচিত। দ্য ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) এএসএম শায়খুল ইসলাম বলেন, কোম্পানির ইপিএস ও এনএভিপিএস নিয়ে বিএসইসির যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে, তা বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তে সহযোগিতা করে। এক্ষেত্রে ভুল সংশোধনের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করা বিএসইসির দায়িত্ব। কিন্তু বিএসইসি যদি ভুল তথ্য প্রকাশ করে, তাহলে তা অনাকাক্সিক্ষত। এক্ষেত্রে বিএসইসিকে আরও সচেতন হতে হবে। ৫৮২তম কমিশন সভায় প্যাসিফিক ডেনিমসের আইপিও অনুমোদন দেয়া হয়েছে বলে বিএসইসি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এক্ষেত্রে কোম্পানিটির ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে রিভ্যালুয়েশনসহ (সম্পদ পুনঃমূল্যায়নসহ) এনএভিপিএস হিসাবে ২২.৪৩ টাকা এবং রিভ্যালুয়েশন ব্যতীত ২২.৫৯ টাকা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রিভ্যালুয়েশনসহ এনএভিপিএস রিভ্যালুয়েশন ব্যতিতের তুলনায় কম উল্লেখ করা হয়েছে। যা কোনভাবেই সম্ভব না। আইপিও অনুমোদন পেতে কমিশনে প্যাসিফিক ডেনিমসের দাখিলকৃত তথ্য কণিকার ২৮৯ পৃষ্ঠায় রিভ্যালুয়েশনসহ এনএভিপিএস ২৬.৪৩ টাকা ও রিভ্যালুয়েশন ব্যতীত ২২.৫৯ টাকা দেখান হয়েছে। তবে কমিশন এর বাহিরে গিয়ে ভুল তথ্য প্রকাশ করে। সাধারণভাবে যখন কোন কোম্পানির সম্পদের দর বাড়ে তখন রিভ্যালুয়েশন করা হয়। এতে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায়। যাতে এনএভিপিএসও বেশি হবে রিভ্যালুয়েশন ব্যতিতের তুলনায়। এদিকে ৫৭৯তম কমিশন সভায় ফরচুন সুজের আইপিও অনুমোদন দেয়া হয় বলে বিএসইসি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ?ক্ষেত্রে কোম্পানিটি ৯ মাসে (২০১৫ সালের ১ জুন-২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি) ইপিএস হিসাবে ১.২২ টাকা উল্লেখ করা হয়। ফরচুন সুজের জমা দেয়া তথ্য কণিকায় একই সময়ের ৯ মাসে ইপিএস হিসাবে ১.০৩ টাকা দেখান হয়েছে। আর শেয়ার দর মূল্যায়নে ৫ বছরের ওয়েটেড ইপিএস হিসাবে ১.২২ টাকা দেখান হয়েছে। এেেত্র বিএসইসি ভুলভাবে ৯ মাসের ইপিএস হিসাবে শেয়ার দর মূল্যায়নের ৫ বছরের ওয়েটেড ইপিএসকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
×