ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গত মাসে ডিএসইতে রাজস্ব বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৬

গত মাসে ডিএসইতে রাজস্ব বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত আগস্ট মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। গত মাসে ডিএসই থেকে প্রায় ২৮ শতাংশ রাজস্ব আদায় বেড়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রির পরিমাণ বাড়ায় রাজস্ব আদায় বেড়েছে। এছাড়া সার্বিক লেনদেনও গত মাসে আগের তুলনায় ভাল ছিল। তথ্য মতে, আগস্ট মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব এসেছে ১০ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৭২২ টাকা। যা এর আগের মাসে ছিল ৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা। সেই হিসেবে বেড়েছে ২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ২১১ টাকা। আলোচ্য সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ৯ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৯৫৯ টাকা। যা এর আগের মাসে ছিল ৬ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ১৪৫ টাকা। সেই হিসেবে বেড়েছে ৩ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৮১৪ টাকা। একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় কমেছে ৮৪ লাখ ৮৬ হাজার ৬০৩ টাকা। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৭৬৩ টাকা। যা এর আগের মাসে ছিল ২ কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকা। আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩-এর আওতায় ডিএসই থেকে ২০১৬-১৭ হিসাব বছরের আগস্ট মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।
×