ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধিতে সূচকের সাথে দুই বাজারেই লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন বেড়েছে। তবে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর। শুধু তাই নয়, এই খাতের মোট ৫টি কোম্পানি দরবৃদ্ধির তালিকায় স্থান করে রেখেছে। খাতটির তিনটি ছাড়া সবকটি কোম্পানিরই দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগেরদিনের তুলনায় ১৮ শতাংশ বেশি লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৪০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৫৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪৭ পয়েন্টে। ডিএসই’র লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা বিডি, বিএসআরএম লিমিটেড, ডরিন পাওয়ার, সিঙ্গার বিডি, ইসলামী ব্যাংক, আলহাজ্ব টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, বিএসআরএম স্টিল ও ইউনাইটেড পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফ্যাস ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইনান্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিডি ফাইনান্স, আইটিসি, রূপালী লাইফ, ফনিক্স ফাইনান্স, আইএফআইসি ও মোজাফফর হোসেন স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এশিয়ান টাইগার মিউচ্যুয়াল ফান্ড, মডার্ন ডাইং, আইএফআইএল মিউচ্যুয়াল ফান্ড, নর্দান জুটস, এমবি ফার্মা, এ্যাপেক্স ফুডস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। সিএসই’র লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, উইনাইটেড পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, মবিল যমুনা বিডি, ডরিন পাওয়ার, সামিট পোর্ট এলায়েন্স, ফার কেমিক্যাল, সিঙ্গার বিডি ও লঙ্কা বাংলা ফাইনান্স।
×