ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বে-টার্মিনাল নির্মাণে ২১০ কোটি ডলার বিনিয়োগ করবে এডিবি

প্রকাশিত: ০৩:৫৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

বে-টার্মিনাল নির্মাণে ২১০ কোটি ডলার বিনিয়োগ করবে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বহুল আলোচিত বে-টার্মিনাল নির্মাণে ২১০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। কর্ণফুলী টার্মিনাল নির্মাণের খরচ যোগানেরও আগ্রহ দেখিয়েছে সংস্থাটি। প্রাথমিক আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম যাচ্ছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর। ২০ লাখ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গত বছর অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। ৩০ বছরের স্ট্র্যাটেজিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে ২৯ লাখ এবং ২০৩৫ সালে ৫৬ লাখ কন্টেনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জন করতে বন্দরের সক্ষমতা বাড়ানো দরকার। এ অবস্থায় শেষ পর্যন্ত এডিবির বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বিদেশী অর্থায়নের ক্ষেত্রে সচরাচর নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। তাই বন্দরের বিনিয়োগে স্বচ্ছতা রাখার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। এদিকে এক দশক আগে স্থাপন করা ১৭টি অফ ডককে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে আগামী ১৫ বছরে দু’দফায় ৩০টি ছোট-বড় প্রকল্পে খরচ করা হবে ৮৮ হাজার কোটি টাকা। ২০২০ সালে কে সি টি এবং ২০২৩ সালে বে-টার্মিনালের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।
×