ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: ০৮:২৪, ৪ সেপ্টেম্বর ২০১৬

প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটের দ্বিতীয় তলা থেকে এক দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মধ্যে আব্দুল বাতেন (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শনিবার সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান, আব্দুল বাতেনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। এখনও ওই ঘটনায় দগ্ধ হুমায়ুন কবির (১৭) ও মজিদ (২৫) নামে দুই শ্রমিক বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, তাদের তিনজনেরই শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে। উল্লেখ্য, শুক্রবার দুপুরে ইসলামবাগের বাঁশপট্টি ক্লাবঘাটে একটি দোতলা টিনশেড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কাঁটাবনে কর্মচারীর ঝুলন্ত লাশ ॥ রাজধানীর শাহবাগ থানাধীন কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটের দ্বিতীয় তলা থেকে ইমরান হোসেন (২২) নামে এক দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। নিহতের বাবার নাম আতাহার উদ্দিন। গ্রামের বাড়ি পটুয়াখালী গুমতি উপজেলায়। তিনি ওই মার্কেটের ২৬৬নং মারিয়া ইন্টারন্যাশনাল ক্রেস্ট তৈরির কারখানায় কাজ করতেন। শাহবাগ থানার এসআই হরিচাঁদ হাজরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ ওই মার্কেট থেকে ইমরানের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ইমরান গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দোকান মালিক শাহিন শিকদার জানান, এক সপ্তাহ আগে ইমরান হোসেন তার দোকানে কাজ নিয়েছিল।
×