ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩৩, ৪ সেপ্টেম্বর ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৪. প্রায়শই ঋণ সুবিধা প্রত্যাশা করেন এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম? ক) সঞ্চয়ী খ) বিশেষ সঞ্চয়ী গ) চলতি ঘ) স্থায়ী ৩৫. মাসুদ রানা তার কিছু মূলধন ঝুঁকিহীন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে তার কী করা উচিত হবে? ক) শেয়ারে বিনিয়োগ করা খ) বন্ডে বিনিয়োগ করা গ) ব্যাংকে বিনিয়োগ করা ঘ) ডিবেঞ্চারে বিনিয়োগ করা ৩৬. কীসের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাচন করা হয়? ক) মূলধনের পর্জাপ্ততা অনুসারে খ) মূলধন কাঠামো অনুসারে গ) তহবিলের উৎস অনুসারে ঘ) লভ্যাংশ নীতি অনুসারে ৩৭. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু? ক) অর্থায়নের উৎস চিহ্নিতকরণ পর্যন্ত খ) বিনিয়োগের উৎস নির্বাচন পর্যন্ত গ) মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যন্ত ঘ) প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত ৩৮. ব্যাংক গ্রাহকের অছি হিসেবে কাজ করে- র. স্বর্ণালঙ্কার সংরক্ষণের মাধ্যমে রর. দেনা-পাওনা আদায় ও পরিশোধের মাধ্যমে ররর. মূল্যবান সম্পদ সংরক্ষণেন মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩৯. ব্যবসায় প্রতিষ্ঠান প্রয়োজনীয় তহবিল সংস্থান করে কীভাবে? ক) সমাজকল্যাণ কার্যক্রম তহবিল খ) কর্মীদের আয়ের একাংশ থেকে গ) বিভিন্ন উৎস থেকে ঘ) রাষ্ট্রীয় খাত থেকে ৪০. ৪৯. মানবসৃষ্ট কাণে ব্যবসাযে ক্ষয়ক্ষতি হলে তাকে কোন অনিশ্চয়তা বলে? ক) রাজনৈতিক অনিশ্চয়তা খ) মানবীয় অনিশ্চয়তা গ) প্রাকৃতিক অনিশ্চয়তা ঘ) অর্থনৈতিক অনিশ্চয়তা ৪১. গ্রাহকদের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যাবলি হচ্ছে- র. আমানত সৃষ্টি রর. প্রতিনিধিত্ব ররর. অর্থ স্থানান্তর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. বাকিতে পণ্য ক্রয়ের কোন খরচ নেই? ক) মূলধনি খরচ খ) বকেয়া খরচ গ) মুনাফা খরচ ঘ) অগ্রিম খরচ ৪৩. বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক অথবা ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয়- র নির্দিষ্ট সুদের হারে রর নির্দিষ্ট মেয়াদে ররর স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো- র. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব রর. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি ররর. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. শোভন জামিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যবসায় করতে আগ্রহী। এজন্য সে বেশ কয়েকটি প্রকল্প সম্পর্কে ধারণা লাভ করে। নতুন ব্যবসায় হিসেবে কে কীভাবে প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারবে? ক) রক্ষণাবেক্ষণ বিষয়ক জ্ঞানের প্রয়োগ খ) ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞনের প্রয়োগ গ) অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ ঘ) হিসাবরক্ষণ বিষয়ক জ্ঞানের প্রয়োগ ৪৬. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাইকে লক্ষ্যে অর্জনে বাধা দেয়? ক) আয় খ) ঝুঁকি গ) ক্ষতি ঘ) আদর্শ বিচ্যুতি ৪৭. খবঃঃবৎ ড়ভ ঈৎবফরঃ ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে? ক) সার্ভিস চার্জ খ) বিনিময় গ) কমিশন ঘ) সুদ ৪৮. একটি মুদি দোকানের জন্য স্থায়ী খরচ হলো- র কাঁচামাল ক্রয় রর দোকানের আয় বৃদ্ধি ররর রেফ্রিজারেটর ক্রয় নিচের কোনটি সঠিক? ক) রও রর খ) রও ররর গ) ররও ররর ঘ) র,ররও ররর * মেঘনা ব্যাংক বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নতুন একটি ব্যাংক। এটি জনগণের অলস অর্থ আমানত রাখে ও অধিক হার সুদে ঋণ দেয়। এটি সুনাম বৃদ্ধির মাধ্যমে স্থায়ী ভাবে ব্যাংক ব্যবসায়ে টিকে থাকতে চায়। ৪৯. আলামিন তার ব্যবসায়ের জন্যে মাইডাস হতে ২ বছরের জন্যে ঋণ গ্রহণ করে। তাবে আলামিন মাইডাস অফিসে গিয়ে দেখে প্রতিষ্ঠানটি আরও নানান ধরনের কাজের সাথে জড়িত। উক্ত প্রতিষ্ঠানটির কাজের আওতাভূক্ত- র পরামর্শ দান রর প্রশিক্ষণ দান ররর দক্ষতা বৃদ্ধিকরণ নিচের কোনটি সঠিক? ক) আমানত রাখা খ) ঋণ দেওয়া গ) সুদ গ্রহণ করা ঘ) মুনাফা অর্জন করা ৫০. প্রথম প্রতিষ্ঠিত সরকারি কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (ঘ) ৫০. (ঘ)
×