ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:২৮, ৪ সেপ্টেম্বর ২০১৬

ক্যাম্পাস সংবাদ

স্টামফোর্ডে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও স্কলারট্রুপ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। স্টামফোর্ডের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী ও স্কলারট্রুপের পক্ষে সিও এবং কো-ফাউন্ডার মিনহাজ হোসাইন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর গ্রহণ করেন। এই চুক্তির মাধ্যমে স্কলারট্রুপ ইউনিভার্সিটির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে স্কলারশিপ প্রদান করবে। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন ও স্কলারট্রুপের কর্মকর্তাবৃন্দ। সর্বশেষ স্কলারট্রুপের প্রতিনিধিদল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদের সঙ্গে সাক্ষাত করে ওই চুক্তি সম্পর্কে অবহিত করলে এতে উপাচার্য সন্তোষ প্রকাশ করেন। সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস উদ্বোধন হয়েছে। নতুন ক্যাম্পাসটি রাজধানীর গ্রীন রোডে অবস্থিত। এ উপলক্ষে গত ২৪ আগস্ট সোনারগাঁও ইউনিভার্সিটির উন্নয়ন কর্মসূচি, মতবিনিময় সভা ও নতুন ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু ও সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ সায়মা আফরোজ ইভা। ক্যাম্পাস প্রতিবেদক
×