ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে অজ্ঞাত হিসেবে দাফন লাশের পরিচয় মিলেছে

প্রকাশিত: ০৭:২৬, ৪ সেপ্টেম্বর ২০১৬

যশোরে অজ্ঞাত হিসেবে দাফন লাশের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দু’দিন আগে যশোরে অজ্ঞাত হিসেবে দাফন করা মধ্যবয়সী ব্যক্তির লাশের পরিচয় মিলেছে। তিনি হলেন চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম। ৩০ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। আবুল কাশেমের ভাতিজা শামিম রেজা জানান, ৩০ আগস্ট সন্ধ্যায় তার চাচা প্রয়োজনীয় কাজে বাইরে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। সেই থেকে তার মোবাইলটিও বন্ধ ছিল। অনেক স্থানে খোঁজখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। এ অবস্থায় শনিবার বিকেলে তারা চৌগাছা থানায় একটি জিডি করেন। এরপর তারা জানতে পারেন ৩১ আগস্ট যশোরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ খবর পাওয়ার পর তারা যশোরে গিয়ে কোতোয়ালি থানায় যোগাযোগ করেন। সেখানে থাকা ছবি ও অন্যান্য আলামত দেখে তারা নিশ্চিত হন অজ্ঞাত হিসেবে উদ্ধার লাশটি তার চাচার। তিনি জানান, তার চাচার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছে। তারা লাশ কবর থেকে উত্তোলন করে গ্রামে নিয়ে নতুন করে দাফন করবেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, ৩১ আগস্ট গভীর রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ শহরের ষষ্টিতলা পাড়ার একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় না পাওয়ায় অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম পরদিন লাশটি দাফন করে। শনিবার সন্ধ্যায় চৌগাছার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শামিম রেজা কোতোয়ালি থানায় এসে দাবি করেন লাশটি তার চাচা আবুল কাশেমের। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। রাজধানীতে ২০ পশুর হাটের ইজারা চূড়ান্ত স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে কোরবানির পশুর চাহিদা পূরণের লক্ষ্যে ২০টি হাটের ইজারা চূড়ান্ত করলেও আরও ৫টি হাটের ইজারা দিতে পারেনি ২ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ২টি হাটের ইজারা বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আরও ২টি হাটের বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ডিএনসিসি। ৩ বার দরপত্র আহ্বান করেও ১টি হাটের কাক্সিক্ষত দাম পায়নি ডিএসসিসি। ডিএনসিসি সূত্র জানায়, কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের পার্শ্ব পর্যন্ত পুলিশ হাউজিংয়ের জমি ও আশপাশের খালি জায়গার নির্ধারিত হাটের দর গত বছরের চেয়ে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা কম ওঠায় হাটটি বাতিলের সিদ্ধান্ত নেয় তারা। হাটটির জন্য সর্বোচ্চ দর ১ কোটি ১১ লাখ টাকা দর দেয় দেওয়ান ইন্টারন্যাশনাল। গতবার এই হাট ইজারা হয়েছিল ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। মুক্তিযোদ্ধার সম্মানে বিআরটিসি বাসে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছেন এবং যারা খেতাব পেয়েছেন তাদের জন্য শুধু রাজধানীতে চলাচল বিনা ভাড়ায় করা হয়েছে। এতে করে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের ছোট্ট একটি দৃষ্টান্ত স্থাপন করল বিআরটিসি। শনিবার ছবিটি গাবতলী থেকে তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। ভীতিকর... অনেকেই সময় বাঁচাতে যানজটে পূর্ণ সড়কে গাড়ি-ঘোড়ার ফাঁক-ফোকর গলে যানবাহনে উঠার চেষ্টা করেন, যা রীতিমতো ভীতিকর। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। আজিমপুরে এক মা তার সন্তানকে কোলে নিয়ে বাসের জন্য ছুটছেন। শনিবার ক্যামেরাবন্দী করেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×