ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ জাতীয় ক্রীড়া পদক বিতরণ করবেন

প্রকাশিত: ০৭:২৫, ৪ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী আজ জাতীয় ক্রীড়া পদক বিতরণ করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার ২০১০, ২০১১, ২০১২ সালের জাতীয় ক্রীড়া পদক বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক বিতরণ করবেন। খবর বাসসর। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানে স্বীকৃতি হিসেবে শহীদ শেখ কামাল এবং দেশের ক্রিকেটে অল রাউন্ডার সাকিব আল হাসানসহ মোট ৩২ জন ক্রীড়া ব্যক্তিত্বকে এই পদক দেয়া হবে। দেশের স্বাধীনতা উত্তর ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল জাতীয় ক্রীড়া পদক (মরণোত্তর) ২০১১ এবং সাকিব আল হাসান ২০১২ সালের পদকের জন্য মনোনীত হয়েছেন। শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে শাহাদাতবরণ করেন। দেশের জনপ্রিয় স্পোর্টস ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল আজাদ বয়েজ ক্লাবের হয়ে প্রথম বিভাগে ক্রিকেট খেলেন। শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজে জঙ্গীবাদ বিরোধী সভা ঢাকা সেনানিবাসের শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজের অডিটরিয়ামে শনিবার সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজের ছাত্রী প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি হিসেবে শাহনাজ মুন্নী বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ রাশিদুল ইসলাম খান । এর আগে, সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষগণ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ গত ১৩ আগস্ট এক ঘণ্টার মানববন্ধন করেন। এ সময় সবার কণ্ঠে ছিল ‘সহিংসতার বিরুদ্ধে নিন্দা’। সভায় কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলা শেষ ॥ শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজের বিজ্ঞান মেলা- ২০১৬’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান প্রধান অতিথি থেকে বিজ্ঞান মেলা-২০১৬ পরিদর্শন করেন এবং পুরস্কার বিতরণ করেন। মেলায় প্রদর্শিত প্রজেক্টগুলো মূলত মেকানিক্যাল, নন- মেকানিক্যাল ও আইটি এই তিনভাগে বিভক্ত ছিল। বিভাগগুলোর সিনিয়র শাখা ও জুনিয়র শাখার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী সব স্টলকেই সনদপত্র প্রদান করা হয়। -আইএসপিআর
×