ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারেককে দেশে আনতে হলে আন্দোলন করতে হবে ॥ মোশাররফ

প্রকাশিত: ০৭:২৪, ৪ সেপ্টেম্বর ২০১৬

তারেককে দেশে আনতে হলে আন্দোলন করতে হবে ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলে বসে সেøাগান দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করতে হবে এবং এ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখার সময় দর্শক সারিতে থাকা দলের কর্মীরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে বার বার সেøাগান দেন। ড. মোশাররফ বক্তব্য রাখতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঘরে বসে এভাবে সেøাগান দিয়ে নয়, আন্দোলন করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তবে যখন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মধ্যে দেশে একটি নির্বাচন হবে তখন তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। তারেক রহমান ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্রের শিকার মন্তব্য করে ড. মোশাররফ বলেন, ওই সময় তারেক রহমানকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে রিমান্ডে নেয়া হয়। যখন তারেককে গ্রেফতার করা হয় তখন তার বিরুদ্ধে কোন মামলা ছিল না। ড. মোশাররফ অভিযোগ করেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ নেই। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতেও সরকার আমাদের মিছিল করার অনুমতি দেয়নি। সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাঁধা দিয়েছে। কারণ তারা বিএনপিকে ভয় পায়। তারেক রহমান বিএনপির ভবিষ্যত কা-ারি, সেই কারণে ক্ষমতাসীনরা তারেককেও ভয় পায়। খালেদা জিয়া জনগণকে রাজপথে ডাকলে দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে, সেই কারণে তারা খালেদা জিয়াকে ভয় পায়। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের তত্ত্বাবাধায়ক সরকার যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতা দখল করেছিল সেই একই উদ্দেশ্যে বর্তমান সরকারও কাজ করছে। ড. মোশাররফ বলেন, বিএনপিকে নানাভাবে বিভক্ত করার ষড়যন্ত্র বার বার করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র শুরু হয়। এরপর এইচএম এরশাদের শাসনামলেও বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র করা হয়। সর্বশেষ ওয়ান-ইলেভেনের সময় বিএনপি মহাসচিব মান্নান ভূইয়ার নেতৃত্বে সংস্কারপন্থীরা এ দলকে বিভক্ত করার ষড়যন্ত্র করে। কিন্তু বিএনপির আন্দোলনের মুখে তারা টিকতে পারেনি। তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট আহমদ আযম খান, এ্যাডভোকেট জয়নাল আবেদিন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মনির হোসেন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান প্রমুখ। সিঙ্গাপুর গেলেন ফখরুল ॥ স্বাস্থ্য পরীক্ষা করাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি স্ত্রী রাহাত আরাকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দুপুরেই তিনি সিঙ্গাপুর পৌঁছেন। উল্লেখ্য, মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় কয়েক মাস পর পর চিকিৎসকের পরামর্শ নিতে তাকে বিদেশে যেতে হয়। এর আগে গত বছর জুলাই ও অক্টোবরে এবং এ বছর জানুয়ারি মাসে সিঙ্গাপুর গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নেন। এ ছাড়া গতবছর সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। চট্টগ্রামে ৪৬ লাখ টাকার চোরাই জিরা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রায় অর্ধ কোটি টাকার চোরাই জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। শনিবার ইপিজেড থানার নিউমুরিং এলাকার জাহিদ হোসেনের গোডাউন হতে ৩৬৯ ব্যাগ চোরাই জিরা উদ্ধার করা হয়। এই জিরার মূল্য প্রায় ৪৬ লাখ ১৫ হাজার টাকা।
×