ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ বাছাইয়ে ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার

ইনজুরিতে আবারও মাঠের বাইরে মেসি

প্রকাশিত: ০৭:০৯, ৪ সেপ্টেম্বর ২০১৬

ইনজুরিতে আবারও মাঠের বাইরে মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি। জাতীয় দলের কোচ এডগার্ডো বাউজা মেসির না খেলার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন। বুয়েন্স আয়ার্সে দলীয় অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের বাউজা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে ম্যাচটি খেলতে পারছে না। আমরা কোন ধরনের ঝুঁকি নিতে চাই না। এ ব্যাপারে আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। প্রকৃতপক্ষে বিষয়টি বেশ স্পর্শকাতর। তার অবশ্যই চিকিৎসা নিতে হবে। এ বিষয়ে আমরা বেশ সচেতন।’ গত জুনে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন লিওনেল মেসি। তবে সেই অবসরকে দীর্ঘস্থায়ী করেননি তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ভেঙ্গে আবারও জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেন ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার। আর প্রত্যাবর্তনটাকে গত বৃহস্পতিবার স্মরণীয় করে রাখেন ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। তার দেয়া জয়সূচক গোলে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ ব্যবধানে পরাজিত করে ১০ জনের আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারে ম্যারাডোনার উত্তরসূরিরা। এরপর চিলির কাছে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা হারায় মেসি-এ্যাগুয়েরোরা। গত জুনে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা জয়ে ব্যর্থ হওয়ার পরই গোটা বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরগ্রহণের ঘোষণা দেন এলএম টেন। কিন্তু সবার প্রত্যাশাকে উপেক্ষা করতে না পেরে অবসর ভেঙ্গে ফিরে আসতে বাধ্য হন বার্সিলোনার এই আর্জেন্টাইন সুপারস্টার। তবে মেসি যে আর্জেন্টিনার জন্য প্রকৃতপক্ষেই খুব গুরুত্বপূর্ণ তা বৃহস্পতিবার আরও একবার প্রমাণ হলো। মেন্দোজার স্তাদিও মালভিনাসে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের ৪২ মিনিটে ডিফ্লেকটেড বলে গোল আদায় করেন বিশ্ব নন্দিত এই তারকা ফুটবলার। আর মেসির করা গোলের সৌজন্যেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। শুধু তাই নয়, ওই ফলাফলে ১০ দলের লাতিন আমেরিকার বাছাইপর্বের গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানেও পৌঁছে যায় আর্জেন্টিনা। এটি ছিল ১৮টি ম্যাচের মধ্যে ৭ম ম্যাচ। এই গ্রুপের শীর্ষ পয়েন্ট সংগ্রহকারী চারটি দল সরাসরি অংশ নিতে পারবে আগামী ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। এদিকে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা হচ্ছিল যে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হবেন লিওনেল মেসি। আর এলএম টেন তা করতে রাজি হবেন বলে জানিয়েছেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছরে আমাদের অনেকগুলো বিষয় সামনে ছিল যেগুলোর সমাধান করাটা ছিল খুবই জরুরী। যেমন রাফিনহার, বুসকুয়েটস (সার্জিও), নেইমার এবং মাসচেরানোর (জাভিয়ের) সঙ্গে চুক্তির বিষয়গুলো। মানুষ ভেবেছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারব না। কিন্তু শেষে কোন সমস্যা ছাড়াই তার সমাধান হয়েছে।’ তাই মেসিকে নিয়েও দারুণ আশাবাদী রবার্ট হার্নান্দেজ, ‘সে বিশ্বের এক নাম্বার ফুটবলার এবং আমি খুবই আনন্দিত যে সে আমাদের সঙ্গেই আছে। আমি এ বিষয়ে নিশ্চিত যে আমরা চুক্তিতে এক হতে পারব। তবে আমাদের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। এ বছরই আমরা একত্রে চুক্তিবদ্ধ হতে পারব যেমনটি রাফিনহা, মাচসেরানো, বুসি এবং নেইমারের সঙ্গে করেছি।’ লিওনেল মেসির সঙ্গে বার্সিলোনার বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। তাই যত দ্রুত সম্ভব বিশ্বফুটবলের সেরা তারকার সঙ্গে চুক্তির মেয়াদটা বাড়িয়ে নিতে চায় স্প্যানিশ জায়ান্টরা। কেননা লিওনেল মেসিই যে বার্সিলোনার প্রাণভোমরা। গত মৌসুমেও কাতালান ক্লাবটিকে লা লীগার শিরোপা জেতাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এলএম টেন।
×