ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে মার্শা বার্নিকাট

সন্ত্রাস ভালভাবে সামাল দিচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ০৬:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৬

সন্ত্রাস ভালভাবে সামাল দিচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসবাদ ও জঙ্গী দমনে যে কাজ করছে যুক্তরাষ্ট্র তা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করছে। তারা আমাদের সব বিষয়ে সাহায্য-সহযোগিতা করছে এবং আমাদের সবকিছু জানাচ্ছে। পৃথিবীর যে কোন দেশেই সন্ত্রাস দমনের বিষয়টি খুবই কঠিন। কিন্তু বাংলাদেশের আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালভাবে তা সামাল দিচ্ছে। তবে বাংলাদেশে জঙ্গীবাদ সমস্যা সমাধান হয়েছে ভাবলে চলবে না। আমাদের সাবধান ও সর্তকভাবে সবকিছুতে নজর রাখতে হবে। শনিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওবায়দুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব প্রমুখ। এর আগে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সিটি মেয়র আইভীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। পরে আদমজী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) যান। সেখানে একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সিটি কর্পোরেশন পরিদর্শন সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের জানান, তিনি সৌজন্য সাক্ষাত করতে এসেছেন। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন এবং নানা কর্মকা-ের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত খোঁজখবর নিয়েছেন।
×