ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমাবেশে বক্তারা

জঙ্গীদের জানাজায় কেউ অংশ নেয় না, মরদেহ কুকুরও খাবে না

প্রকাশিত: ০৬:২২, ৪ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গীদের জানাজায় কেউ অংশ নেয় না, মরদেহ কুকুরও খাবে না

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘জঙ্গীবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক অনুষ্ঠানে শনিবার বক্তারা বলেছেন, জঙ্গীবাদ সৃষ্টির পেছনে সমাজের পাশাপাশি বর্তমান রাজনীতিরও চরম ব্যর্থতা আছে। এদেশের শিক্ষাব্যবস্থা বার বার হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় তরুণরা বিদেশী ভাষা, আরবি শেখে, কিন্তু ইসলাম শেখে না। যারা কখনও চায়নি দেশটা স্বাধীন হোক, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। জঙ্গীদের মরদেহ পরিবারও নিচ্ছে না। এসব মরদেহ মর্গে পড়ে আছে। মানুষ তাদের জানাজায়ও অংশ নেয় না। এমনকি তাদের মরদেহ কুকুরও খাবে না। চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, তৃণমূল থেকে রাজনীতির চর্চা নেই। আগে পলিটিক্যাল ক্লাস নেয়া হতো, কর্মিসভা হতো। এখন এসবের কিছুই নেই। যার কারণে মূল্যবোধ আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। আমরা এখন যন্ত্রে পরিণত হয়েছি। কোন কিছু আর জানছি না, শিখছি না। তিনি বলেন, আমাদের ইতিহাস ও ঐতিহ্য মুক্তিযুদ্ধের মহানায়ক সম্পর্কে জানতে হবে। এসব জানলেই আমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না। অনুষ্ঠানের বিশেষ অতিথি মিডিয়া ব্যক্তিত্ব ডাঃ আবদুন নুর তুষার বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। ধর্মীয় শিক্ষা খারাপ কিছু নয়। কিন্তু ধর্মান্ধতা মানুষকে জঙ্গী বানাচ্ছে। বিশেষ অতিথি শহীদ জায়া বেগম মুশতারি শফি বলেন, স্বাধীনতা বিরোধীরাই এসব কুকর্ম করে যাচ্ছে। তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জঙ্গীদের মরদেহ পরিবারও নিচ্ছে না। এসব মরদেহ মর্গে পড়ে আছে। মানুষ তাদের জানাজায়ও অংশ নেয় না। এমনকি তাদের মরদেহ কুকুরও খাবে না। তিনি সকলকে জঙ্গীবাদ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জঙ্গীবাদ দূর না হলে আমরা একসঙ্গে ঈদের নামাজও পড়তে পারব না। এ অনুষ্ঠানে নগরীর ৩৩টি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশ নেন।
×