ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানুষ জঙ্গীমুক্ত শান্তির দেশ চায় ॥ ইনু

প্রকাশিত: ০৬:২১, ৪ সেপ্টেম্বর ২০১৬

মানুষ জঙ্গীমুক্ত শান্তির দেশ চায় ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জঙ্গীদের জন্য খালেদা জিয়ার দরদী কান্নায় মানুষের মন গলবে না। মানুষ জঙ্গীমুক্ত শান্তির বাংলাদেশ চায়। খালেদা জিয়া প্রমাণ করেই চলেছেন যে, তিনি জঙ্গীদের পার্টনার, অশান্তির রানী। শনিবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের শান্তি, মানুষের শান্তি খালেদা জিয়ার সহ্য হয় না এমন মন্তব্য করে ইনু বলেন, জঙ্গী খারাপ, খালেদা জিয়া ভাল। খালেদা জিয়াকে গণতন্ত্রে জায়গা দিতে হবে। যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য দ্বৈততায় ভরা। ইনু বলেন, জঙ্গী খারাপ হলে জঙ্গীর পার্টনার খালেদা জিয়া ভাল হন কিভাবে? দেশের চলমান পরিস্থিতিতে যুবদের তিনটি কাজ করণীয় উল্লেখ করে ইনু বলেন, জঙ্গীবাদ ও জঙ্গীবাদের রাজনৈতিক পার্টনারদের রাজনৈতিকভাবে উচ্ছেদ করে দেশে শান্তি নিশ্চিত করা, যুবদের জন্য মর্যাদাপূর্ণ জীবন ও কর্মসংস্থান অর্জন করা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমাদের সকলের নিজ নিজ দায়িত্ব থেকে এ কাজটি অব্যাহত রাখতে হবে। তা না হলে নিজেদের সমস্যায় নিজেদেরই কষ্ট পেতে হবে। সম্মিলিতভাবে জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সামনে সবচেয়ে বড় সমস্যা হলো দেশবিরোধী শক্তি। তারা ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে এখনও দেশে অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আর তাদের অশুভ সকল কাজে রাজনৈতিক ইন্ধন ও সহযোগিতা করে আসছে বিএনপি। উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তিকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অপশক্তিকে সামাজিকভাবে বয়কট করা এখন জরুরী। পাশাপাশি সবাই মিলে এদের ঘৃণা করতে হবে। সমাজের কোথাও যেন ওরা বসার ঠাঁই পর্যন্ত না পায়। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ জাসদের কার্যকরী সভাপতি এ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নাদের চৌধুরী, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, বাংলাদেশ যুব আন্দোলনের সভাপতি কমরেড মোশাহিদ আহমেদ, বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্সসহ জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
×