ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শিশু খুন

কুমিল্লায় যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২১, ৪ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ সেপ্টেম্বর ॥ কুমিল্লায় রানা নামে এক যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। চৌদ্দগ্রামের পাতড্ডা বাজারে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রানা গুনিশকরা গ্রামের শহীদ উল্লার ছেলে। জানা যায়, চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু ও গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা বিপ্লবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পাতড্ডা বাজারের গরুর বাজার ইজারা ও পূর্ববিরোধ কেন্দ্র করে ওই দুটি গ্রুপ বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিপ্লবের নেতৃত্বে একদল সন্ত্রাসী টিপু গ্রুপের যুবলীগ কর্মী রানাকে (৩৫) সামনে পেয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রানা মাটিতে লুটিয়ে পড়লে তার কপালে ও শরীরের বিভিন্ন স্থানে চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। হামলায় টিপু গ্রুপের আরও ১০-১২ জন আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রানাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, শনিবার বিকেলে নিহত রানার লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত রানার মা রেহানা বেগম বাদী হয়ে সন্ত্রাসী বিপ্লবসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দুই বছরের শিশুকে কুপিয়ে হত্যা ॥ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ায় দু’বছরের শিশু মলিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী পাপলু (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এছাড়া সেলুন শ্রমিক (নাপিত) হরিদাসের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে সদরের নামুজা ইউনিয়নের ছোট টেংরা এলাকায় বাড়ির উঠানে খেলছিল দুই বছরের শিশু মলি। হঠাৎ করে পাপলু নামে এক যুবক বাড়ির ভেতর গিয়ে তাকে কোদাল দিয়ে কোপাতে থাকে। এ সময় শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারী যুবককে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কোদালের কোপে গুরুতর আহত শিশুটিকে দ্রুত বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সোয়া ৭টার দিকে সে মারা যায়। বগুড়া সদর থানা পুলিশ জানায়, শিশু হত্যাকা-ের কারণ সর্ম্পকে বিস্তারিত কিছু জানা যায়নি। গ্রেফতারকৃত যুবক সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানা যাবে। তবে ওই যুবকের কথা অসংলগ্ন বলে পুলিশ জানিয়েছে। এদিকে নওগাঁর হরিপুরের পরেশ কান্তের ছেলে হরিদাস বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকত। পাশের ধরমপুর এলাকার একটি সেলুনে সে দীর্ঘদিন ধরে কাজ করত। সেলুনের কাজ শেষে শুক্রবার রাতে সে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে ঝোপগাড়ি এলাকার একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
×