ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণ সময়ের দাবি ॥ নাসিম

প্রকাশিত: ০৬:২০, ৪ সেপ্টেম্বর ২০১৬

রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণ সময়ের দাবি ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশবিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মিত হবেই। দেশের ক্রমাগত বিদ্যুতের চাহিদা ও সঙ্কট পূরণের জন্যই রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণ এখন সময়ের দাবি। রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে বিএনপির আন্দোলন প্রসঙ্গ টেনে নাসিম আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুত দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এ কথা দেশের জনগণ ভুলে যায়নি। সেই খালেদা জিয়ার দল এখন রামপালে বিদ্যুত কেন্দ্র নিয়ে আন্দোলন করতে চায় উল্লেখ করে নাসিম বলেন, খালেদা জিয়ার ভুলের রাজনীতির খেসারত এখন তাঁর দল ও দলের নেতাকর্মীরা দিচ্ছেন। তাদের আগুনে পুড়িয়ে মানুষ হত্যার আন্দোলনও এ দেশের মানুষ দেখেছে। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, জঙ্গী দমন করার সময় দেশবিরোধী এই সকল জঙ্গী নিহত হলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রশ্ন তোলেন। তার এই মায়াকান্না দেখেই দেশের মানুষের বুঝতে বাকি নেই জঙ্গীদের সঙ্গে তাঁর হাত রয়েছে। আসলে তিনি ক্ষমতায় যেতে যা কিছু করা দরকার তা করতে প্রস্তুত। কিন্তু ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাবে। তিনি শনিবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা বিশিষ্ট রেস্ট হাউস উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে মন্ত্রী প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি কুয়েতি দাতা সংস্থার সহযোগিতায় সোসাইটি ফর সোস্যাল টেকনোলজির আয়োজনে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি কাজীপুরে নির্মাণাধীন স্বাস্থ্য প্রকৌশল বিভাগের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির (আইএইচটি) নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন। কাজীপুরে রেস্ট হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে সমাবেশ জনসভায় রূপ নেয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, সাবেক এমপি তানভীর শাকিল জয়, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ। সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন ‘আপনি (খালেদা) তো নির্বাচন চান, নির্বাচন অবশ্যই হবে এবং তা হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে। ভারত, চীন ও রাশিয়াসহ বিশ্বের সকল দেশ শেখ হাসিনার সরকারের সঙ্গে এক যোগে কাজ করছে উল্লেখ করে নাসিম বলেন, আর কেউ নয়, শুধু খালেদা জিয়া শেখ হাসিনার সরকারকে অবৈধ বলে আত্মতৃপ্তি লাভ করেন। সন্ত্রাস ও জঙ্গী দমনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দেশের সার্বিক উন্নয়নে প্রশংসা করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জন কেরি মন্তব্য করেছেন। তিনি এও বলেন, দেশ পরিচালনায় ধারাবাহিকতা ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
×