ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:৩৪, ৪ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ সেপ্টেম্বর ॥ ইউপি নির্বাচনের বিরোধ ও আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনের বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ ভুইয়ার বাড়িতে হামলা, ঘর-দরজা ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে প্রতিপক্ষ। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, আলকরা ইউপি নির্বাচন ও আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ ভুইয়া ও মাইনুদ্দিন ভুইয়া গ্রুপের সঙ্গে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল ও শিশির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। সানাউল্লাহ ভুইয়া জানান, এর জের ধরে প্রতিপক্ষ শনিবার বিকেলের দিকে তাঁর বাড়িতে চড়াও হয়। এ সময় মাইনুদ্দিন ভুইয়া ও সোহেল ভুইয়ার ঘরসহ তাঁর ঘর ভাংচুর করা হয়। এছাড়া তাঁর ভাতিজা ব্যবসায়ী মানু ভুইয়ার ঘর ও দু’টি খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়। কুয়েটে ভর্তির আবেদন ১৯-২৮ সেপ্টেম্বর ॥ পরীক্ষা ২৮ অক্টোবর স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ২৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯ থেকে বেলা ১২টা পর্যন্ত। এবার কুয়েটে নতুন তিনটি বিভাগে স্নাতক কোর্স চালু হচ্ছে। নতুন বিভাগ তিনটি হচ্ছে আর্কিটেকচার, ম্যাটেরিয়াল সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পুরকৌশল অনুষদের অধিভুক্ত আর্কিটেকচার বিভাগে ৪০, তওইকৌশল অনুষদের অধিভুক্ত ম্যাটেরিয়াল সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ এবং যন্ত্রকৌশল অনুষদের অধিভুক্ত এনার্জি সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে বর্তমান শিক্ষাবর্ষে কুয়েটের বিভিন্ন বিভাগে ১,০০৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে, যা গত শিক্ষবর্ষ থেকে ১৩০ জন বেশি। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে ইমরান হোসেন (৩০) নিহত হয়েছেন। ঘাতক ছিনতাইকারী শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে খেজুরবাগ সাতপাখি বাগান বাড়ি এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার রাতে শহিদুল দুই পথচারীর মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনতাই করে। জনতা তাকে ধাওয়া দিলে সে পালানোর চেষ্টা করে। এ সময় ইমরান হোসেন ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে সে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। ‘সাংবাদিকদের সুখে-দুঃখে শেখ হাসিনা’ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক সমাজকেও এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা সাংবাদিকদের বন্ধু। তাদের সুখে-দুঃখে তিনি আগেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ইকবাল সোবহান একথা বলেন। তিনি বলেন, দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হলে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। সাংবাদিকদের আর কষ্ট থাকবে না। শুধু অনুদানে নয়, তিনি সাংবাদিকদের স্বাবলম্বী হয়ে উঠারও পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, আবু সুফিয়ান, শহীদ উল আলম, কলিম সরওয়ার, মোহাম্মদ আলী, মহসিন চৌধুরী, রতন কান্তি দেবাশীষ, নিরুপম দাশগুপ্ত, তপন চক্রবর্তী, আসিফ সিরাজ, এম নাসিরুল হক, স্বরূপ ভট্টাচার্য প্রমুখ।
×