ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি

প্রকাশিত: ০৪:৩৪, ৪ সেপ্টেম্বর ২০১৬

আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ সেপ্টেম্বর ॥ আত্রাই উপজেলা সদরের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবিতে আবারও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছলে শত শত জনতা রেললাইনে দাঁড়িয়ে গেলে চালক ট্রেন থামাতে বাধ্য হন। প্রায় ২০ মিনিট পর্যন্ত অপেক্ষার পর ট্রেনটি আবার ছেড়ে যায়। এদিকে আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচী পালন করা হবে বলে স্থানীয় জনগণ আল্টিমেটাম দিয়েছে। জানা গেছে, নওগাঁ জেলার একমাত্র বৃহৎ এই আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে মাত্র একটি ছাড়া ঢাকাগামী অন্য কোন ট্রেনের বিরতি এখানে নেই। ফলে ঢাকাগামী যাত্রীদের যারপরনাই দুর্ভোগের শিকার হতে হয়। বেড়ায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সংবাদদাতা, বেড়া, পাবনা, ৩ সেপ্টেম্বর ॥ দুর্গম ঢালারচরে শাহাজ বাহিনীর বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি, হামলা, ভাংচুর, লুট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার সকালে ঢালারচর ইউনিয়নের দরিরচর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাদার মাজেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাজেদা আহমেদ। মাজেদা আহমেদ তার লিখিত বক্তব্যে বলেন, তিনি বিত্তশালী মরহুম খবির উদ্দিন আহমেদ ওরফে খয়রাত গায়ানের পুত্রবধূ। তার স্বামী জালাল উদ্দিন আহমেদ। দুই ছেলে-মেয়ে ব্রিটেনে থাকেন। ছোট ছেলে ঢাকায় পড়ে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন। মাজেদা আহমেদ জানান, গ্রামের বাড়িতে তাদের অনুপস্থিতির সুযোগে ভূমিগ্রাসী শাহাজ উদ্দিন, ভাই ছাত্তার, তার চাচাত ভাই বিলাগায়েন, ছাত্তারের ছেলে মান্নান ও লাঠিয়াল উম্বার মিলে শ্বশুরবাড়ির বিশাল সম্পত্তি জবরদখল করে রয়েছে। তিনি জানান, তাদের কয়েক শ’ বিঘা সম্পত্তির মধ্যে তিনি অর্ধশত বিঘা সম্পত্তি উদ্ধার করতে সক্ষম হন। তিনি সেসব জমিতে ফসল আবাদ করলেও তা সন্ত্রাসী বাহিনী লুট করে নিয়ে যায়। এতে তিনি আদালতের আশ্রয় নেন। আদালত ৩৯ বিঘা সম্পত্তির ব্যাপারে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু ঐ বাহিনী ১৪৪ ধারা লংঘন করে ফসল লুট করে নিয়ে যায়। মাজেদা আহমেদ জানান, এই শাহাজ উদ্দিন তার সম্পত্তির ওপর বাড়ি করে রয়েছেন। এখন সেটিও তার জবরদখলে চলে গেছে। তিনি আরও জানান, শাহাজ উদ্দিনের সহযোগী ইব্রাহিম মিলে মাজেদা ও তার স্বামী জালাল উদ্দিনের নামে মামলা করেছেন। কিন্তু মাজেদার স্বামী থাকেন ঢাকায়। তিনি কোনদিন গ্রামের বাড়িতেই আসেন না। সেখানে তার বিরুদ্ধে মামলা হাস্যকর বটে। ২৫ জানুয়ারি তিনি আদালতে মামলা করেন। এতে দখলদারদের বিরুদ্ধে আদালত ১৪৪ ধারা জারি করে। ১৮৪ বাড়িতে বিদ্যুত সংযোগ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শুক্রবার রাতে কাহারোল উপজেলার দুটি গ্রামের ১শ’ ৮৪ বাড়িতে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়। বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। নতুন সংযোগে ব্যয় হয়েছে ৩৪ লাখ টাকা। মাজেদুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, একেএম ফারুক চৌধুরী, আব্দুল মান্নান, মনসুর আলী সরকার, রাজেন্দ্র দেব নাথ, তিতাস হোসেন, সঞ্জয় কুমার মিত্র, কামাল হোসেন প্রমুখ। একক চিত্র প্রদর্শনী নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ সেপ্টেম্বর ॥ ‘সবুজ পৃথিবীর জন্য শিল্প’-এ আহ্বানকে সামনে রেখে ফরিদপুরে চিত্রশিল্পী সুমন মিয়ার তিনদিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হল মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার রাতে এ প্রদর্শনীর উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের পরিচালক চিত্রশিল্পী সাজেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিশু সংগঠক সিরাজুল আজম, সংস্কৃতিক ব্যক্তিত্ব শওকত আলী, শিক্ষক আবুল কাশেম, ওয়াসিকুর রহমান, মিঠুন দে প্রমুখ।
×