ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব শিক্ষা প্রতিষ্ঠান

জঙ্গীবিরোধী মিছিল-সমাবেশ

প্রকাশিত: ০৪:৩২, ৪ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গীবিরোধী মিছিল-সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গী এবং সন্ত্রাসবিরোধী সমাবেশ, মিছিল ও মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা, পুলিশসহ সমাজের সর্বস্তরের নারী-পুরুষ যোগ দেয়। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : রাজশাহী একযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে। রাজশাহী বিশ^বিদ্যালয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, রাজশাহী কলেজ ছাড়াও নগর ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার পৃথকভাবে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ উপলক্ষে সমাবেশে উপাচার্য মিজানউদ্দিন বলেন, ইসলাম সর্বদা শান্তির কথা বলে। ইসলাম কখনোই জঙ্গীবাদকে সমর্থন করে না। এদিকে বেলা ১১টায় রাজশাহী কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সমাবেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। তানোর, গোদাগাড়ী, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া, পবা, মোহনপুর, বাঘা, চারঘাট উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল শনিবার সকাল দশটায় একযোগে নগরীসহ দশ উপজেলার প্রত্যেকটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সকাল দশটা থেকে অনুষ্ঠিত সমাবেশ চলে দুপুর একটা পর্যন্ত। প্রতিটি সমাবেশে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জঙ্গী ও সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা করেন। সকাল ১০টায় নগরীর কাশীপুর গার্লস হাইস্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশগ্রহণ করেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এছাড়া বিএম কলেজের সমাবেশে অধ্যক্ষ স ম ইমানুল হাকিমের সভাপতিত্বে ও সৈয়দ হাতেম আলী কলেজে অধ্যক্ষ সচীন কুমার রায়ের সভাপতিত্বে অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া শনিবার সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় বগুড়া জিলা স্কুলের শিক্ষক শিক্ষার্থী মানববন্ধন ও সমাবেশ করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। নবাববাড়ি রোডের ধারে মানববন্ধন ও সমাবেশ করে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থী। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী তাদের হলরুমে সমাবেশ করে। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী আজিজুল হক কলেজ, সরকারী শাহ সুলতান কলেজ, সরকারী মজিবর রহমান মহিলা কলেজ, ধনুটের গোসাইবাড়ি স্কুল, ধুনট কলেজ, সোনাতলা মডেল স্কুল, সোনাতলা সরকারী নাজির আখতার কলেজ, সুখানপুকুর সৈয়দ আহমেদ কলেজ, সারিয়াকান্দি কলেজ, নুনগোলা কলেজ, গোকুল স্কুল, বগুড়া আর্ট কলেজ, মহাস্থান ডিগ্রী কলেজসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সমাবেশ করে। কুড়িগ্রাম শনিবার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম মহিলা কলেজ, মজিদা কলেজ, কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল, খলিলগঞ্জ স্কুল ও কলেজ, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী কলেজ, নাজিম খান স্কুল ও কলেজসহ সকল প্রতিষ্ঠানের উদ্যোগে র‌্যালি শেষে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল জলিল, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক সফি খান, সদস্য সচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মজিদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াসমীন জাফরী রেশমা প্রমুখ। জয়পুরহাট জেলার ২৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবিরোধী কর্মসূচী একযোগে অনুষ্ঠিত হয়। সরকারী কলেজে অধ্যক্ষ মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, শিক্ষক প্রফেসর হাবিবুননবী, শিক্ষার্থী সাদিয়া আফরিন প্রমুখ। ঝিনাইদহ সকালে পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারী কেসি কলেজ, সিটি কলেজ, নুরুন নাহার মহিলা কলেজ, সরকারী বালক ও বালিকা বিদ্যালয়, দিশারী ইনস্টিটিউট, কাঞ্চননগর স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর শনিবার একযোগে জঙ্গীবিরোধী সমাবেশ হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গীবিরোধী সমাবেশে উপস্থিত ছিলেনÑ সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বপন ভট্টাচার্য ও যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার। মাইকেল মধুসূদন (এমএম) কলেজে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান। সরকারী উচ্চ বিদ্যালয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। গোপালগঞ্জ শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা সরকারী মহিলা কলেজ, বীণাপানি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, এসএম মডেল গভঃ হাই স্কুল, গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ শনিবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টায় জিলা স্কুল মিলনায়তনে জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এমপি। বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর, পূর্ব) রাশিদুল হক, স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসেম, ডাঃ ময়নুল হক দুলদুল, এ্যাডভোকেট বিমল কুমার মোহন্ত প্রমুখ। নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শনিবার জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ প্রধান শিক্ষক কেএম সাদেকুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালিব, নিপুণ প-িত, সিনিয়র শিক্ষক খোরশেদ আলী প্রমুখ। ঠাকুরগাঁও শনিবার সকালে সালন্দর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু। লক্ষ্মীপুর দুপুর ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে অধ্যক্ষ প্রকৌশলী আলাউদ্দিনের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, বিশেষ অতিথি ছিলেন বিএমএ জেলা শাখা সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন। বেলা সাড়ে ১১টার দিকে সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ছাত্রী,শিক্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। নীলফামারী শনিবার সকাল ১১টায় একযোগে র‌্যালি, সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচী পালন করা হয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে। জেলা শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক জানান জেলার সদর, সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ উপজেলাজুড়ে ৫টি সরকারী কলেজ, বেসরকারী ১৭টি ডিগ্রী কলেজ, ৬টি সরকারী উচ্চ বিদ্যালয় এবং ৬০১টি বেসরকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি এই কর্মসূচীতে অংশ নেন শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক। পঞ্চগড় সরকারী বিপি স্কুলে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুলের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল হাসান। অন্যান্যের মধ্যে শিক্ষক জোবায়ের হোসেন বাদল, মনোয়ার হোসেন, মজিরুল হক, জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মখলেছার রহমান মিন্টু বক্তব্য রাখেন। টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধ, প্রতিকার এবং সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত দরবার হলে এ আলোচনা সভায় জঙ্গীবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ছাড়াও সহপাঠীদের একে অপরের প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত বলে মনে করেন বক্তারা। খাগড়াছড়ি শনিবার সকালে সরকারী মহিলা কলেজে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতাবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুুজ্জামান, মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর প্রমুখ। সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সচেতনমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা নির্মল চাকমা, সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত চাকমা প্রমুখ। মাগুরা শনিবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় । সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারী মহিলা কলেজে জঙ্গী ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। দুপুরে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জঙ্গীবাদ,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কলেজ অধ্যক্ষ শাহাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কামরুল লায়লা জলি এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, তানজেল হোসেন খান, পঙ্কজ কুমার কু-ু । ময়মনসিংহ শনিবার সকালে একযোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ হয়েছে। এসব সমাবেশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ দেয়। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে শপথ নেয়া হয়। সকালে ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত সমাবেশে কলেজ অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাগরিক আন্দোলন সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান, অধ্যাপক ড. গাজী হাসান কামাল, আব্দুল হামিদ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেন। নাটোর শনিবার সকাল ১০ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ, সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এসব আলোচনা সভায় বক্তারা দেশব্যাপী জঙ্গী ও সন্ত্রাসী কর্মকা-ের বীভৎস রূপ এবং জঙ্গীদের করুণ পরিণতির বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ বক্তব্য রাখেন। তারা জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কুমিল্লা সরকারী কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সভা হয়েছে। শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা হয়। এতে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নাজনীন রহমান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, এবিএম শিহাবুদ্দিন আহমেদ, আবদুছ ছালাম, ড. শফিকুল ইসলাম প্রমুখ। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভোলা শনিবার বেলা ১১ টায় ভোলার ঘুইংগারহাট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ভোলা-চরফ্যাশন আন্তঃমহাসড়কে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিভিন্ন প্ল্যাকাড প্রদর্শন করে অংশ নেয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অবদুল ওদুদ। শেরপুর শনিবার দুপুরে শেরপুর সরকারী কলেজ মিলনায়তনে আয়োজিত সমাবেশে হাত তুলে জঙ্গীবাদ ও সন্ত্রাসকে ‘না’ বলেন শিক্ষার্থীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, প্রবীণ সংগঠক আব্দুল ওয়াদুদ অদু, ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। মুন্সীগঞ্জ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আইএসের কোন অস্তিত্ব বাংলাদেশে নেই। জঙ্গীবাদের কবর রচনা হবে বাংলার মাটিতে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। যারা ধর্মের নামে এই অরাজকতা সৃষ্টি করছে তারা মুসলমান নয়। শনিবার বেলা ১১টায় লৌহজং কলেজ মাঠে জঙ্গীবিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। বিশেষ অতিথির ভাষণ দেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। লৌহজং ইউএনও খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার জায়েদুল আলম, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, কলেজটির অধ্যক্ষ মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, ফেরদৌস আলম খান ও মেহেদী হাসান প্রমুখ। চাঁদপুর কলেজ, মাদ্রাসা, স্কুল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদবিরোধী আলোচনা সভা হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, পুরাণ বাজার ডিগ্রী কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, সিটি কলেজ, হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রী কলেজ, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসায় আলোচনা সভা হয়।
×