ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অন্ধকার থেকে আলোর পথে পাঁচ মাদক বিক্রেতা

প্রকাশিত: ০৪:৩১, ৪ সেপ্টেম্বর ২০১৬

অন্ধকার থেকে আলোর পথে পাঁচ মাদক বিক্রেতা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩ সেপ্টেম্বর ॥ পাঁচ মাদক বিক্রেতা জনসম্মুখে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। অন্ধকার জগত থেকে আলোময় স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন তারা। শত শত নারী-পুরুষ করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন তাদের। শুক্রবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়ায়। উপজেলার হাইদগাঁও কবিরাজ শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরীর কাছে তারা আত্মসমর্পণ করেন। তারা হলেন- ইলিয়াছ, ধনা মিয়া, নুরুল আলম, হানু সওদাগর, ওয়াসিম, আবদুল্লাহ। জানা গেছে, দীর্ঘদিন ধরে কেলিশহর ও হাইদগাঁও পাহাড়ের গুচ্ছগ্রাম এলাকায় মোহাম্মদ ইলিয়াছসহ একটি সিন্ডিকেট চোলাইমদসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলাও রয়েছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মোক্তার হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান ইউনুচ মিয়া, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিতেন কান্তি গুহ। মরণোত্তর সম্মাননা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৩ সেপ্টেম্বর ॥ চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট আশেক আলী খানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক কচুয়া বার্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আশেক আলী খানের সুযোগ্য সন্তান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, পৃষ্ঠপোষক শাহাজাহান তালুকদার, মোস্তফা ফখরুদ্দিন আহমেদ প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযান স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলখাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান শনিবার সকালে উদ্বোধন করেছেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার ১ নাম্বার পিলার এলাকা থেকে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, সিটি মেয়র আহসান হাবিব কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ।
×