ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

কুষ্টিয়া ও কেরানীগঞ্জে নিহত চার

প্রকাশিত: ০৪:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৬

কুষ্টিয়া ও কেরানীগঞ্জে নিহত চার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ সেপ্টেম্বর ॥ সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা আরোহী দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ভেড়ামারা বারোমাইল কোল্ড স্টোরেজের সামনে একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল জলিল (৬০) ও শওকত ব্যাপারী (৫০)। এতে আহত হন অন্তত ৪ জন। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। রাজশাহীর বাঘা থেকে সিএনজি অটোরিক্সাযোগে একটি পরিবার কুষ্টিয়ার খাজানগরের নিজ বাড়িতে ফিরছিল। নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, শাক্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত হয়েছে। এঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো শাওন (৬) ও শাহীন (৪)। স্থানীয়রা ঘটনাস্থল হতে আহত ছিয়াম, আমিনুর, গোলাপজান ও সাবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। জানা যায়, শনিবার সকাল ৬টায় ঢাকা-বান্দুরা সড়কে কেরানীগঞ্জ শাক্তা মাদ্রাসা এলাকায় বেপরোয়া গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাওন ও শাহীন নিহত হয়। এবার শিক্ষককে পেটালেন ইউপি সদস্য স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবার বোদা উপজেলার সাকোয়ার শিংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ইউপি মেম্বার জাহিদুল ইসলাম বাবুল তার সাঙ্গোপাঙ্গ নিয়ে স্কুলেই বেধড়ক মারপিট করেছে। প্রধান শিক্ষক কৈলাশ চন্দ্র বর্মণকে সংজ্ঞাহীন অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রধান শিক্ষকের স্ত্রী তাপসী রাণী রায় স্বামীকে মারপিটের লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদের নির্দেশে ঘটনার দুই দিন পর বোদা থানা পুলিশ শনিবার মামলাটি রেকর্ড করে। ক্লাস চলাকালীন প্রধান শিক্ষকের অফিসে অনধিকার প্রবেশ করে বেধড়ক মারপিটের ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী অভিযুক্ত ইউপি মেম্বারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। বোদা উপজেলা শিক্ষক সমিতি এ ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে অভিযুক্ত ইউপি মেম্বারের গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচী দেয়ারও ঘোষণা দিয়েছে। অভিযোগে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক নিজের পালিত ৪টি গরু স্থানীয় গরু ব্যবসায়ী দুলাল ও তার ছেলের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করেন। গরু বিক্রির এক মাস পর দুটি গরু অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার জাহিদুল ইসলাম বাবুলের কাছে দুলাল অভিযোগ করে। বৃহস্পতিবার বিকেলে ইউপি মেম্বার বাবুল গরুর ক্রেতা ও সাঙ্গোপাঙ্গ নিয়ে স্কুলে যায় এবং প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। কৃষি কর্মকর্তাকে মারধর এদিকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন তালিকায় পছন্দের লোকজনের নাম অন্তর্ভুক্ত না করায় বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ইউপি মেম্বার জাকারিয়া ও তার সাঙ্গোপাঙ্গরা ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) ইব্রাহীম হোসেনকে বেধড়ক মারপিট করে বলরামহাটের অস্থায়ী ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে আটকে রাখে। পরে বোদা থানা পুলিশ ওই কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। জানা গেছে, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন প্যাকেজের আওতায় ওই ইউনিয়নের ১৮৬ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ভর্তুকি প্রদানের জন্য তালিকাভুক্ত করছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা।
×