ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ‘ইত্যাদি’

প্রকাশিত: ০৪:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৬

আজ ‘ইত্যাদি’

সংস্কৃতি ডেস্ক ॥ টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর চার দেয়ালের বাইরে নিয়ে গিয়ে গত দুই যুগ ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, প্রতœতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করার পাশাপাশি তুলে ধরা হচ্ছে সেসব স্থানের কৃষ্টি, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। আর এরই ধারাবাহিকতায় ২০১০ সালের জুলাই মাসে ‘ইত্যাদি’র এই পর্ব ধারণ করা হয়েছে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির সামনে। দেশে খুঁজে পাওয়া জমিদার বাড়িগুলোর মধ্যে বালিয়াটিই আয়তনের দিক থেকে সবচাইতে বড় জমিদার বাড়ি। মানিকগঞ্জের এ পর্বটি পুনঃপ্রচার করা হবে আজ রবিবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, শিল্প সর্বোপরি লোক ঐতিহ্যের এক গৌরবময় স্থান হলো মানিকগঞ্জ। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এ পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতামূলক ও শিক্ষামূলক প্রতিবেদন। বগুড়ার ব্যতিক্রমী আকবরিয়া গ্র্যান্ড হোটেল-যারা বংশানুক্রমে তাদের ব্যবসার আয়ের একটা অংশ দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য ব্যয় করে আসছেন। কুড়িগ্রামের বিত্তহীন সমাজসেবক আবেদ তেলী এবং আমাদের লোকজ সংস্কৃতির জ্ঞানসাধকদের উত্তরসুরীদের মধ্যে অন্যতম মানিকগঞ্জের সাইদুর রহমান বয়াতি- এই মুহূর্তে জীবিত সাধক কবিদের মধ্যে যিনি অন্যতম শ্রেষ্ঠজন। এদের ওপর রয়েছে তিনটি বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানে মোহাম্মদ রফিকুজ্জামানের কথা ও আলী আকবর রূপুর সুরে গান পরিবেশন করেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। যিনি ‘ইত্যাদি’র মাধ্যমেই ‘রিটার্ন টিকেট হাতে নিয়া...’ গানটি গেয়ে টিভি দর্শকদের প্রথম অভিবাদন জানিয়েছিলেন। এছাড়াও বর্ষা নিয়ে একই গীতিকারের লেখা এবং একই সুরকারের সুরে আরেকটি গান গেয়েছেন শিল্পী সামিনা চৌধুরী। দর্শকপর্বে মানিকগঞ্জের মানিকদের নিয়ে একটি গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী আগুন। যার ওপর কুইজ অনুষ্ঠিত হয়। রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র পর্ব। এছাড়াও বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রƒপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
×