ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ০৪:১২, ৪ সেপ্টেম্বর ২০১৬

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাবিনা ইয়াসমিন

স্টাফ রিপোর্টার ॥ গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। বাংলা সঙ্গীত জগতের জীবন্ত এই কিংবদন্তি ১৯৫৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। দুপুর সাড়ে ১২টায় অনন্যা রুমার প্রযোজনায় ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নিবেন সাবিনা ইয়াসমিন। শুধু তাই নয় এই বিশেষ ‘তারকা কথন’ পর্বে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশগ্রহণ করবে ডিসট্রেস চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল-ডিসিআইআই’র সুবিধাবঞ্চিত শিশুরা। বিগত তিনবছর যাবত তিনি ডিসিআইআই’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। জানা যায়, জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা সাবিনা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানাবে, গান গেয়ে শোনাবে, নাচবে এবং ছবি আঁকবে। পাশাপাশি সাবিনা ইয়াসমিন ফোনেও অংশগ্রহণ করবেন তার প্রিয় প্রিয় মানুষের সঙ্গে। আর এমন আয়োজনটি সাবিনা ইয়ানসমিনের বাসা থেকে সরাসরি প্রচার করবে চ্যানেল আই। শনিবার শিল্পী কল্যাণ ফাউ-েশন রেশের সভাপতি ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ’সহ আরো অনেকেই সাবিনা ইয়াসমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিন প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, জন্মদিনটা সবসময়ই আমার কাছে খুব ভাললাগার। কিন্তু বয়স বাড়ছে-এ বিষয়টি যখন মনেপড়ে তখন মন খারাপ হয়ে যায়। তারপরও এখনো বেশ ভালো আছি, সুস্থ আছি-এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন। সাবিনা ইয়াসমিন ২০০৭ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তিতে আবার সুস্থ হয়ে ওঠেন। প্রয়াত বরেণ্য সুরকার-সঙ্গীত পরিচালক রবিন ঘোষের সঙ্গীত পরিচালনায় এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমাতে ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন। তবে ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নূরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ সিনেমাতে আলতাফ মাহমুদের সঙ্গীত পরিচালনায় ‘মধু জোছনা দীপালি’ গানটি গাওয়ার মধ্যদিয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে আতœপ্রকাশ করেন। বরেণ্য এই সঙ্গীত শিল্পী ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পদক’সহ সর্বোচ্চ ১৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালে প্রমোদকার (খান আতাউর রহমানের ছদ্ম নাম) পরিচালিত ‘সুজন সখী’ সিনেমাতে গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর বিভিন্ন সময়ে আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’, মইনুল হোসেনের ‘প্রেমিক’, বুলবুল আহমেদ’র ‘রাজলক্ষী শ্রীকান্ত’ , আমজাদ হোসেনের ‘দুই জীবন’, কাজী হায়াৎ’র ‘দাঙ্গা’, মতিন রহমানের ‘রাধা কৃষ্ণ’, মোহাম্মদ হোসেন’র ‘আজ গায়ে হলুদ’ ও চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। দীর্ঘ সঙ্গীত জীবনে সাবিনা ইয়াসমিন ১৬ হাজারেরও বেশি গান গেয়েছেন। আলতাফ মাহমুদের সুর সঙ্গীতের নতুন দশটি গান আবারো সাবিনা ইয়াসমিন নতুন করে গাইছেন।
×