ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিহ্যাবের উদ্যোগে জঙ্গীবাদবিরোধী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১১, ৪ সেপ্টেম্বর ২০১৬

রিহ্যাবের উদ্যোগে জঙ্গীবাদবিরোধী সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কর্তৃক প্রতিষ্ঠিত রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে জঙ্গীবাদবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পশ্চিম পান্থপথে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট কার্যালয়ে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। নিজ নিজ অবস্থান থেকে জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষক-অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন রিহ্যাব প্রেসিডেন্ট। আলোচনাসভা পরিচালনা করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ আমিনুল ইসলাম। -অর্থনৈতিক রিপোর্টার আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা প্রকাশ ২০১৬-১৭ অর্থবছরের ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার জন্য ‘আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা’ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে করদাতারা সহজে তাদের রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর ব্যবস্থার মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পাবেন। পাশাপাশি করদাতারা নিজেই তার রিটার্ন ফরম পূরণ ও কর পরিশোধ করতে পারবেন। করদাতা এবং আগ্রহী সংশ্লিষ্ট অংশীজনদের সুবিধার জন্য ‘আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা’ এনবিআরের ওয়েবসাইটে (http:/ww/w.nbr.gov.bd) আপলোড করা হয়েছে। তাছাড়া এনবিআরের http://nbr.gov.bd/tax/return_fillup_guideline.pdf লিংক থেকে ‘আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা’টি ডাউনলোড করা যাবে। সে লক্ষ্যে করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করে এনবিআর প্রতি বছরের মতো এবারও ‘আয়করের রিটার্ন ফরম পূরণ নির্দেশিকা’ প্রকাশ করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×