ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগস্টে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড চট্টগ্রাম বন্দরে

প্রকাশিত: ০৪:০৯, ৪ সেপ্টেম্বর ২০১৬

আগস্টে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড চট্টগ্রাম বন্দরে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একমাসে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগস্ট মাসে হ্যান্ডলিং হয়েছে ২ লাখ ১৪ হাজার টিইইউএস কন্টেনার। এর আগে কোন মাসে এত কন্টেনার হ্যান্ডলিং হয়নি। বছর বছর প্রবৃদ্ধির ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দর উন্নীত হতে যাচ্ছে অন্য এক উচ্চতায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এ্যান্ড প্লানিং) জাফর আলম জানান, এর আগে গত এপ্রিল মাসে সর্বোচ্চ হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৬৩৪ টিইইউএস কন্টেনার। আর গত বছরের আগস্ট মাসে ১ লাখ ৮০ হাজার ৪৬৩ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়। নানা সীমাবদ্ধতায় মধ্যেও এগিয়ে চলেছে বন্দর। বন্দর সূত্রে জানা যায়, গত বছর চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে ২০ লাখ টিইইউএস কন্টেনার। এটিও এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। তবে প্রতিবছরই এ রেকর্ড ভাংছে। এ বছর তা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ॥ বাণিজ্যিমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ বাণিজ্যিমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক বিশ্বে এগিয়ে যাচ্ছে। এটা কেউ কোনভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। মন্ত্রী বলেন, হলি আর্টিজানের ঘটনার পর বিদেশীরা শঙ্কিত হয়েছিল, কিন্তু তাদের সেই ভয়ভীতি-আতঙ্ক দূর হয়ে গেছে। তার বড় প্রমাণ হলো- মার্কিন যুক্তরাষ্ট্রের কান্ট্রি ডিরেক্টর মি. মরিয়াটি বলেছেন, ব্যবসাবাণিজ্যসহ কোন খাতে হলি আর্টিজেন ও জঙ্গী তৎপরতার কোন প্রভাব পড়বে না। তিনি বলেন, পাকিস্তানের চেয়ে আমাদের রফতানি, রেমিটেন্স ও রিজার্ভ বেশি। অর্থনৈতিক ও সামাজিক সকল খাতে পাকিস্তান থেকে আমরা অনেক বেশি এগিয়ে। সুতরাং ২০২১ সালে দেশের মোট রফতানি হবে ৬০ বিলিয়ন ডলার। তার ৫০ বিলিয়ন ডলার আসবে তৈরি পোশাক খাত থেকে। তিনি বলেন, আমরা যখন বিদেশে যাই তখন আমাদেরও বিদেশে সতর্কভাবে চলাচল করতে হয়।
×