ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৬

ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ব্লক মার্কেটে মোট ১৬ কোম্পানি ও ৩ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ২৭৪টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ৫২ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি ৫০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ২৫ লাখ টাকা। আইডিএলসি ফিন্যান্স ৩২ লাখ ৪১ হাজার ৭৪২টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৩৮ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৩০ লাখ ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, বিএসআরএম স্টিল লিমিটেড, কাশেম ড্রাইসেলস, ডিবিএইচ, জেমিনি সি, বিএটিবিসি, লিন্ডেবিডি, সাউথইস্ট ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, রেনেটা, বার্জার পেইন্টস, ডেসকো, গ্রামীণ স্কিম-২ ও আইএফআইসি ব্যাংক মিউচুয়াল ফান্ড। এসআইবিএলের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) উদ্যোক্তা পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, উদ্যোক্তা পরিচালক মিসেস জহুরা আলম নিজ প্রতিষ্ঠানের মোট ১৪ লাখ ৪২ হাজার ৮৪৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি মোট ১৪ লাখ শেয়ার বিক্রয় করবেন। তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
×