ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবেশে ইতিবাচক ভূমিকার শীর্ষে গ্ল্যাক্সো

প্রকাশিত: ০৪:০৬, ৪ সেপ্টেম্বর ২০১৬

পরিবেশে ইতিবাচক ভূমিকার শীর্ষে গ্ল্যাক্সো

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসার মধ্য দিয়ে সমাজ ও পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখে; উল্লেখযোগ্য পরিবর্তন আনে- এমন ৫০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফরচুন। তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রিটেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন। আন্তর্জাতিকভাবে ব্যবসা পরিচালনা করে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)। ম্যাগাজিনটিতে বলা হয়, মানুষের জীবনযাত্রার মান বিবেচনা করে গ্লাক্সো সে দেশে ব্যবসা পরিচালনা করে। একইসঙ্গে মুনাফার একটি শেয়ার স্থানীয়দের স্বাস্থ্য উন্নয়নে গরিব দেশগুলোতে বিলি করে। তালিকায় দ্বিতীয় স্থানে ইসরায়েলভিত্তিক প্রযুক্তি কোম্পানি আইডিই টেকনোলজিস। প্রতিষ্ঠানটি বিশ্বে বেশকিছু সর্ব বৃহৎ পানি বিশুদ্ধকরণ প্লান্ট তৈরি করার খেতাব অর্জন করেছে। যা বেশকিছু দেশের শুষ্ক অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। তালিকায় রয়েছে জেনারেল ইলেকট্রিক, আরেক ওষুধ প্রস্তুত কোম্পানি গিলিল সায়েন্স ও খাদ্য নির্মাতা কোম্পানি নেসলের নামও। ফরচুন জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও পরোপকারিতার দিক থেকেই তারা শুধু কোম্পানিগুলোর তালিকা করেনি, বরং তারা দেখেছে, এসব কোম্পানি কিভাবে তাদের বিজনেস মডেল তৈরি করে; এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কিভাবে বিনিয়োগ করে। গ্ল্যাক্সোর এক মুখপাত্র বলেন, আমাদের আয় কিছু কমতে পারে। তবে যেসব দেশে আমাদের বাজার রয়েছে; তার কোনখানেই লোকসানের ইতিহাস নেয়। বিশ্বব্যাপী গ্ল্যাক্সোর অবস্থান এখন চাঙ্গা। তিনি বলেন, গ্ল্যাক্সো ৩০০ বছর ধরে টিকে আছে। সফলতার সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। ‘আমরা কখনই এক বা দুই বছরের সফলতার পরিকল্পনা করি না। আমরা সব সময় আগামী ১০ থেকে ৪০ বছরের পরিকল্পনা করি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৪ শতাংশ। কোম্পানিটি প্রতিনিয়ত নতুন নতু
×